রুয়েটে ভর্তি পরীক্ষায় আবেদনের সময়সীমা বৃদ্ধি


রুয়েট টাইমস | Published: 2017-10-27 15:53:44 BdST | Updated: 2024-05-21 04:07:54 BdST

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় আবেদনের সময়সীমা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রুয়েটের প্রেস অ্যান্ড ইনফরমেশন দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আগামী ১৭ নভেম্বর রুয়েটের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত ১০ অক্টোবর থেকে ভর্তি পরীক্ষায় আবেদন শুরু হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রুয়েটের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় আবেদনের সময়সীমা আগামী ২৯ অক্টোবর রোববার দুপুর ১২:০০টা পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য রুয়েটের ওয়েবসাইটে www.ruet.ac.bd জানা যাবে।

ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য জানার জন্য অফিস সময়ে (সকাল ৯টা-বিকেল ৫টা) ০১৭৮০-৩২৭২৫০ এবং ০১৭৮০-৩২৭৩৫০ মোবাইল নম্বরে যোগাযোগ করা যাবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আরএম/ ২৭ অক্টোবর ২০১৭