শিবির নেতাকে মারধর করে পুলিশে সোপর্দ

রাবিতে শিবির-ছাত্রলীগের পাল্টাপাল্টি মিছিল


রাশেদুল ইসলাম রাজন | Published: 2017-10-31 04:50:57 BdST | Updated: 2024-05-21 01:34:47 BdST

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রলীগের নেতা-কর্মীরা এক শিবির নেতাকে পিটিয়ে পুলিশে সোপর্দ করার ঘটনায় পাল্টাপাল্টি মিছিল করেছে ছাত্রশিবির ও ছাত্রলীগ। সোমবার (৩০ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ ও ক্যাম্পাস সংলগ্ন বিনোদপুরে শিবির মিছিল করে। এসময় শিবিরের মিছিলের পরে ছাত্রলীগ ক্যাম্পাসে প্রকাশ্য অস্ত্র নিয়ে মহড়া দেয়। দুই দলের এই পাল্টাপাল্টি অবস্থানের কারণে ক্যাম্পাসে অতঙ্ক ছড়িয়ে পড়ে।

ছাত্রলীগ মারধর করে পুলিশে সোপর্দ করা শিক্ষার্থীর নাম আরিফুল ইসলাম আরিফ। সে ফার্সি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী ও ছাত্রলীগ সূত্রে জানা যায়, দুপর দেড়টার দিকে শিবিরের নেতা-কর্মীরা সাবাশ বাংলার মাঠে অবস্থান করছেন এমন তথ্যের ভিত্তিতে ছাত্রলীগের সংগঠনিক সম্পাদক সাবরুন জামিল সুস্ময় ও চঞ্চল কুমার অর্ক নেতৃত্বে নেতাকর্মীরা যায়। সেখান থেকে শিবিরের নেতা আরিফকে ধরে নিয়ে যায় ছাত্রলীগ। তারা আরিফকে বঙ্গবন্ধু হলের ২২২ নম্বর কক্ষে নিয়ে এসে হাতে-পায়ে উপর্যপুরি মারধর করে। বেধড়ক মারপিটের কারণে হাত ও পা ভেঙ্গে যায়। পরে তিনটার দিকে পুলিশে সোপর্দ করে ছাত্রলীগ। পুলিশ তাকে নিয়ে রাজশাহী মেডিকেল হাসপাতালে ভর্তি ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করে।

এদিকে পুলিশে সোপর্দ করার কিছুক্ষণ মধ্যেই বিশ্ববিদ্যালয় সংলগ্ন বেতার মাঠ থেকে প্রায় শতাধিক নেতা-কর্মী নিয়ে শিবির মিছিল করে। মিছিলটি বেতার মাঠ থেকে শুরু হয়ে ঢাকা-রাজশাহী মহাসড়ক দিয়ে মিতা স্টুডির পাশ দিয়ে মন্ডলের মোড়ের দিকে যায়। এসময় মিছিল সময় ককটেল বিস্ফোরণ ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।

শিবিরের মিছিলের পাল্টা জবাব দিতে ছাত্রলীগের নেতা-কর্মীরা বিভিন্ন হল থেকে বঙ্গবন্ধু হলের সামনে জড়ো হয়। পরে চারটার দিকে শতাধিক নেতা-কর্মী মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে ছাত্রলীগের দলীয় ট্রেন্টে যেয়ে শেষ হয়। ক্যাম্পাসে প্রকাশ্য এভাবে মিছিল করায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে অতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ক্যাম্পাস টাইমসকে বলেন, ‘আরিফ সোহরাওয়ার্দী হল শিবিরের সাধারণ সম্পাদক। তাকে পুলিশে দেওয়ায় শিবির বিনোদপুরের বিক্ষোভ ও ককটেল ফুটিয়েছে। আমরা ছাত্রলীগ সর্বদা প্রস্তুত আছি শিবিরের মোকাবেলা করতে।’

এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শিবিরের প্রচার সম্পাদক সাদিক বিল্লাহ্ ক্যাম্পাস টাইমসকে বলেন, ‘আমাদের একজনকে ভাইকে ছাত্রলীগের ক্যাডাররা বেধড়ক মারধর করে পুলিশে দিয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এব্যাপারে নির্বিকার ছিল। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জনাচ্ছি এবং মারধরের সাথে জড়িত ছাত্রলীগের ক্যাডারদের শাস্তি দাবী করছি।’

যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয় ছাত্র-উপদেষ্টা প্রফেসর জান্নতুল ফেরদৌস বলেন, ‘ছাত্রলীগ একজনকে পুলিশে দেওয়ায় শিবির মিছিল করেছে। তার পাল্টা ছাত্রলীগও মিছিল করেছে। তবে এখন পরিবেশ স্বাভাবিক আছে।’

মতিহার থানার ওসি তদন্ত মাহবুবুর রহমান বলেন, ‘ছাত্রলীগ তাকে মারধর করে পুলিশে দিলে আমরা তাকে নিয়ে রামেকে ভর্তি করি। বর্তমানে ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছে।

টিআই/ ৩০ অক্টোবর ২০১৭