বেরোবিতে ভর্তি পরীক্ষা শুরু ২৬ নভেম্বর


বেরোবি টাইমস | Published: 2017-11-10 18:42:09 BdST | Updated: 2024-05-21 14:56:38 BdST

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৬-৩০ নভেম্বর। পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের (www.brur.ac.bd) ওয়েবসাইটে পাওয়া যাবে।

বেরোবির ২০১৭-১৮ শিক্ষাবর্ষের আসন্ন স্নাতক (সম্মান), বিএসসি (ইঞ্জিনিয়ারিং) এবং বিবিএ কোর্সে ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশন শেষ হবে আগামী ১০ নভেম্বর (শুক্রবার)।

ভর্তি কমিটি সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর থেকে ছয়টি অনুষদভুক্ত ২১টি বিভাগের এই ভর্তি রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়। টেলিটক সিমে এসএমএস প্রক্রিয়ায় শুক্রবার রাত ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করতে পারবে।

আসন্ন ভর্তি পরীক্ষায় কলা অনুষদভুক্ত 'এ' ইউনিট ৪৪০ টাকা, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত 'বি' ইউনিট ৬০৫ টাকা, বিজনেস স্টাডিজ ও বিজ্ঞান অনুষদভুক্ত 'সি' ও 'ডি' ইউনিটে যথাক্রমে ৪৯৫ টাকা; প্রকৌশল ও প্রযুক্তি এবং জীব ও ভূ-বিজ্ঞান অনুষদভুক্ত 'ই' ও 'এফ' ইউনিটে ৩৮৫ টাকা রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে। গত ১৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এসব তথ্য জানানো হয়েছে।

টিআর/ ১০ নভেম্বর ২০১৭