রাবির অপহৃত ছাত্রী-অপহরণকারী এখনও স্বামী স্ত্রী


রাবি টাইমস | Published: 2017-11-20 02:05:37 BdST | Updated: 2024-05-21 00:10:16 BdST

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অপহৃত ছাত্রী এবং অপহরণকারী এখনও স্বামী স্ত্রী। তাদের বিচ্ছেদ হয়নি বলে জানিয়েছে পুলিশ। রোববার (১৯ নভেম্বর) সকালে সংবাদ সম্মেলন করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

এ সময় পুলিশ কমিশনার মাহাবুবুর রহমান জানান, অপহরণের পর তালাকনামা প্রত্যাহারের জন্য ছাত্রীকে কাজি অফিসে নিয়ে যায় রানা। একই সাথে অভিযুক্ত আইনজীবী হওয়ায় তার কাছ থেকে স্ট্যাম্পে স্বাক্ষর নেয়ারও অভিযোগ পাওয়া গেছে।

এদিকে, অপহরণ মামলায় গ্রেফতারকৃত স্বামী সোহেল রানা ও মাইক্রোবাসের চালক জাহিদুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার দুপুরে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ নির্দেশ দেন। গত শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের সামনে থেকে অপহরণের অভিযোগ ওঠে।

এমএন/ ১৯ নভেম্বর ২০১৭