রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদে হাতাহাতি, আটক ২


রাশেদুল ইসলাম রাজন | Published: 2017-11-23 06:37:25 BdST | Updated: 2024-05-21 02:01:47 BdST

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, সহকারি প্রক্টর ও এস্টেট দপ্তরের পরিচালক মিলে নামেন অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে। এ সময় পরিবহন মার্কেটের এক দোকানীকে তার স্থাপনা সরিয়ে ফেলার আদেশ দেন তারা। দোকানী বিশ্ববিদ্যালয়ে আরও অবৈধ স্থাপনা আছে, সেগুলো আগে উচ্ছেদের শর্ত দিয়ে তর্কে লিপ্ত হয় এবং অশালীন আচরন করে প্রক্টর, সহকারি প্রক্টরদের সাথে। এর এক পর্যায়ে দোকানী ও শিক্ষার্থীরা মারামারিতে জড়িয়ে পড়ে। এভাবেই উচ্ছেদ অভিযান থেকে বুধবার (২২ নভেম্বর) সকাল ১২টায় সংঘর্ষের ঘটনা ঘটে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।

ঘটনাসূত্রে জানা যায়, সকালে বিশ্ববিদ্যালয় এস্টেট দপ্তরের পরিচালক জাহিদ আলী প্রক্টর প্রফেসর ড. লুৎফর রহমান ও তার সহকারীদের সাথে ক্যাম্পাসের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে আসেন।

প্রথমে ক্যাম্পাসের পরিবহন মার্কেটের ক্যাম্পাস ফুড কর্ণারের অতিরিক্ত অংশ সরিয়ে ফেলার জন্য দোকানীকে অনুরোধ জানানো হয়। তবে দোকানী নিজাম উদ্দিন আলম ও তার ভাই মুন্না দোকান উচ্ছেদে বাধা প্রদান করে। এক পর্যায়ে প্রক্টরের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন তারা। এসময় প্রক্টরিয়াল বডির সাথে ধাক্কাধাক্কি হয়েছে বলে জানান অনেকে।

ঘটনাস্থলে উপস্থিত থাকা সৌরভ হোসেন নামের এক শিক্ষার্থী জানান, দোকানী আলম প্রক্টরকে ক্যাম্পাসের অন্যসব অবৈধ স্থাপনা আগে উচ্ছেদ করে পরে তার দোকান উচ্ছেদ করতে বলেন। প্রক্টরের সাথে দুর্ব্যবহারও করেন ঐ দোকানী।

এদিকে সাধারণ শিক্ষার্থীদের সাথে দোকানীর হাতাহাতির ঘটনা ঘটে। শিক্ষার্থীরা দোকানের চেয়ার টেবিল ও আসবাবপত্র ভেঙ্গে ফেলেন। এসময় দোকানীর হামলা দুজন শিক্ষার্থী আহত হয়। পরে উত্তেজিত হয়ে আবারও শিক্ষার্থীরা আলমকে মারধর শুরু করে। এতে মতিহার থানা পুলিশ আলম ও মুন্নাকে থানায় নিয়ে যায়। তাদের বাসা বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর ধরমপুর এলাকায়।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, ঐ দোকানীর অপরাধ জগতের সাথে সংশ্লিষ্টতাসহ শিক্ষার্থীদের সাথে খারাপ ব্যবহারেরও অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মতিহার থানা পুলিশের ভার প্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, প্রক্টর স্যারের সাথে কথা বলে ঘটনাস্থল থেকে দোকানী আলম ও তার ভাইকে পুলিশ থানায় নিয়ে এসেছে।

আইএইচ/ ২৩ নভেম্বর ২০১৭