রাবিতে মানববন্ধনে যৌন নিপীড়ন বিরোধী সেল সক্রিয় করার দাবি


রাশেদুল ইসলাম রাজন | Published: 2017-11-23 07:06:33 BdST | Updated: 2024-05-21 00:34:15 BdST

ক্যাম্পাসে গত তিন দিলে অশ্লীল মন্তব্য, ওড়না টেনে নেয়া ও ছাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেয়ার মত ঘটনা ধারাবাহিকভাবে সংঘটনের প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা প্রগতিশীল ছাত্রজোট। এজন্য তারা যৌন নিপীড়ন বিরোধী সেলের কার্যক্রম বাড়ানোর দাবি জানান তারা। বুধবার (২২ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় রবীন্দ্র ভবনের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

এসময় বক্তারা বলেন, ক্যাম্পাসে দিন দিন যৌন নিপীড়নের ঘটনা বেড়েই চলেছে। বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তার অভাবেই এ রকম অপ্রীতিকর ঘটনা দৃশ্যমান। যৌন নিপীড়ন বিরোধী সেল থাকলেও তার কোন কার্যক্রম নেই।

বক্তারা অবনিবিলম্বে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধ ও যৌন নিপীড়নকারীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জোর দাবি জানান। অন্যথায় আমরা বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুমকি দেন।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক তমাশ্রী দাসের সঞ্চালনায় মানববন্ধনে ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশনের সভাপতি তাসবিরুল ইসলাম কিঞ্জল, ছাত্র ইউনিয়নের সভাপতি এম এম শাকিল, সাংস্কৃতিক জোটের সভাপতি ইন্দ্রজিৎ কুমার, বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক দিলীপ রায় প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় অন্যান্যের মধ্যে সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি আব্দুল মজিদ অন্তর, ছাত্র ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক সুমন মোড়লসহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আইএইচ/ ২৩ নভেম্বর ২০১৭