রাবির সাংবাদিকতা বিভাগে শিক্ষাবৃত্তি চালু


রাশেদুল ইসলাম রাজন | Published: 2017-11-24 06:26:55 BdST | Updated: 2024-05-21 00:10:21 BdST

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে ‘হাবিবুর রহমান মিলন ও আহমেদুর রহমান এবং বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তি’ চালু করা হয়েছে। বুধবার (২৩ নভেম্বর) বিকেলে বিভাগের একাডেমিক সভায় বৃত্তির এ আবেদনটি সর্বসম্মতিক্রমে গৃহিত হয়।

জানা যায়, দৈনিক ইত্তেফাক পত্রিকার সাবেক বিখ্যাত সাংবাদিক ও কলামিষ্ট হাবিবুর রহমান ও আহমেদুর রহমানের ছদ্মনাম ‘সন্ধানী-ভিমরুল’ নামে বৃত্তির জন্য বিভাগকে এককালীন ৫ লক্ষ টাকা প্রদান করেছে। যা ব্যাংকে জমার মাধ্যমে লভ্যাংশ থেকে বিভাগের দ্বিতীয় বর্ষের একজন দরিদ্র-মেধাবী শিক্ষার্থীকে তিন বছর মেয়াদে প্রদান করা হবে।

এছাড়াও তাহেরপুর পৌর সভার বর্তমান মেয়র মো: আবুল কালাম আজাদ ‘বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তি’ নামে এককালীন ২ লক্ষ টাকা বিভাগকে প্রদান করেন। যার লভ্যাংশ থেকে স্নাতক শেষ বর্ষের মেধাবী দুই শিক্ষার্থীকে প্রদান করা হবে।

এবিষয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি ও সহযোগী অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে বলেন, ‘আমরা বিভাগের পক্ষ থেকে দরিদ্র-মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তির আবেদন করেছিলাম। তারা আমাদের আবেদনটি বিবেচনা করে দরিদ্র শিক্ষার্থীদের জন্য এককালীন কিছু টাকা দিয়েছে। যে গুলো বাংকে জমা থাকবে তার থেকে লভ্যাংশ দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করা হবে। এ বৃত্তির প্রস্তাবটি সিনেট সভায় অনুমোদনের পর থেকে চালু করা হবে’।

এসএম/ ২৪ নভেম্বর ২০১৭