রাবি কর্মচারী ইউনিয়নের নির্বাচন: সাধারণ সম্পাদককে বহিস্কার আওয়ামী প্যানেলে কোন্দল


রাশেদুল ইসলাম রাজন | Published: 2017-11-24 06:53:17 BdST | Updated: 2024-05-21 03:39:16 BdST

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মচারী ইউনিয়নের নির্বাচনকে ঘিরে কোন্দলে জড়িয়ে পড়েছে আওয়ামী পন্থীরা। গত কয়েকদিন আগে সাধারণ সম্পাদক দুলালকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিস্কারে এ দ্বন্দের সূত্রপাত হয় বলে জানা গেছে।

অপরদিকে বহিস্কৃত সাধারণ সম্পাদক ও অন্য সদস্যরা বিশ্ববিদ্যালয় শাখা শ্রমিক লীগের সভাপতি আলাউদ্দিল আলালকে জামাত-শিবির সন্ত্রাসী আখ্যা দিয়ে দল থেকে বহিস্কারের দাবি জানিয়েছেন। এনিয়ে প্যানেলের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচারণা চালাচ্ছেন প্যানেলটির বহিস্কৃত সাধারণ সম্পাদক দুলাল। তার ফেসবুক ওয়ালে দাবি করছেন, জামায়াত বিএনপির সন্ত্রাসী আলাল উদ্দিন আলালকে কে বা কারা গরুর গাড়ি দলের সদস্য করে আওয়ামী লীগের সদস্যকে বহিস্কার করছে। তাই আমার আওয়ামী লীগের কাছে আবেদন এদেরকে দ্রুত দল থেকে বহিস্কার করবেন।

এনিয়ে প্যানেলের সহ-সভাপতি পদপ্রার্থী আলাল উদ্দিন বলেন, আমি শ্রমিক লীগের নির্বাচিত সভাপতি, আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অভিযোগ এনে সুনাম ক্ষুন্ন করা হচ্ছে।

জানা যায়, গত ১২ অক্টোবর নির্বাচন হওয়ার কথা ছিল। এই নির্বাচনে জামায়াত বিএনপি সমর্থিত প্যানেল ও আওয়ামী লীগ সমর্থিত দুইটি প্যানেল নির্বাচনে অংশ নিচ্ছে। তবে এক মাস পেরিয়ে গেলেও এখনও নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

এইচকে/ ২৪ নভেম্বর ২০১৭