৭ মার্চের ভাষণের স্বীকৃতি, রাবিতে আনন্দ শোভাযাত্রা


রাশেদুল ইসলাম রাজন | Published: 2017-11-26 03:48:18 BdST | Updated: 2024-05-21 02:41:38 BdST

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে ‘মেমরি অব দ্য ওয়ার্ল্ড’ বা ‘বিশ্বের স্মৃতি’ হিসেবে ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি দেয়ায় আনন্দ শোভাযাত্রা করেছে রাজশাহী বিশ্বববিদ্যালয় প্রশাসন।

শনিবার (২৫ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তাবক অর্পণ ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আনন্দ শোভাযাত্রার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান।

এসময় উপাচার্য বলেন, ৭ই মার্চে বঙ্গবন্ধু যে ভাষণ দেন তা শুধু বাঙালি জাতিকেই নয়, বিশ্বের নিপীড়িত, মুক্তিকামী মানুষকে স্বাধীনতার পথে অনুপ্রাণিত করছে। ইউনেস্কো কর্তৃক সেই ভাষণকে বিশ্ব প্রমাণ্য ঐতিহ্যের স্বীকৃতি প্রদান এর কালজয়ী গুরুত্বকেই প্রতিষ্ঠিত করেছে। র‌্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চত্বরে এসে র‌্যালি উদ্যাপন কমিটির আহ্বায়ক উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহার সমাপনী বক্তৃতার মধ্য দিয়ে এর সমাপ্তি ঘটে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কোষাধ্যক্ষ প্রফেসর এ কে এম মোস্তাফিজুর রহমান, রেজিস্ট্রার প্রফেসর এম এ বারী, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর প্রভাষ কুমার কর্মকার, প্রক্টর প্রফেসর মো. লুৎফর রহমান, প্রাক্তন উপ-উপাচার্য প্রফেসর মো. নূরুল্লাহ্, বিভিন্ন হল প্রাধ্যক্ষ ও শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্মা-কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য, গত সোমবার প্যারিসে ইউনেস্কোর সদর দফতরে সংস্থাটির মহাপরিচালক ইরিনা বোকোভা এক বিজ্ঞপ্তিতে ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) দেয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্বালাময়ী ওই ভাষণটিকে ‘ডকুমেন্টারি হেরিটেজ’ (প্রামাণ্য ঐতিহ্য) হিসেবে ঘোষণা করেন।

টিকে/ ২৫ নভেম্বর ২০১৭