বাকৃবিতে ছাত্রফ্রন্টের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


শাহরিয়ার আমিন | Published: 2018-01-22 01:11:32 BdST | Updated: 2024-05-04 23:02:16 BdST

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ৩৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। রোববার (২১ জানুয়ারি) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের ‘বিজয় ৭১’ পাদদেশে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. জয়দীপ ভট্টাচার্য্য।

এরপর জাতীয় সঙ্গীত এবং দলীয় সঙ্গীত পরিবেশন করে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বাকৃবি শাখা। এসময় জাতীয় পতাকা এবং সংগঠনের পতাকা উত্তোলন করা হয়।

এরপর বাকসু নির্বাচন, পূর্নাঙ্গ রেলস্টেশন চালুসহ ৭ দফা দাবিতে একটি বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি বিজয় ৭১’ পাদদেশ থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টি.এস.সি. সম্মেলন কেন্দ্রে এসে শেষ হয়। এরপর সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় রাফিকুজ্জামান ফরিদের সভাপতিত্বে আলোচক হিসেবে ছিলেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. জয়দীপ ভট্টাচার্য্য, বাসদ (মার্কসবাদী) ময়মনসিংহ অ লের সমন্বয়ক কমরেড শেখর রায়।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন বাকৃবি শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক গৌতম কর।
আলোচনা সভায় বক্তারা শিক্ষা, সংস্কৃতি ও মনুষ্যত্ব রক্ষায় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টকে শক্তিশালী করার এবং ৭ দফা দাবিতে চলমান আন্দোলন বেগবান করার আহবান জানান।

এনএইচ/ ২১ জানুয়ারি ২০১৮