কোটা সংস্কারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন


রাশেদুল ইসলাম রজান | Published: 2018-02-20 04:36:40 BdST | Updated: 2024-05-13 07:20:22 BdST

‘বঙ্গবন্ধুর বাংলায় কোটা বৈষম্যের কোন স্থান নাই, কোটা প্রথার সংস্কার চাই, একই ব্যক্তিকে কোটা সুবিধা বারবার নয়’। এমন একটি ব্যানারে কোটা সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধনটি শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলে।

ঘন্টাব্যাপি মানববন্ধনের মাধ্যমে কোটা ব্যবস্থা ৫৬ থেকে ১০ শতাংশ করা, যোগ্য প্রার্থী পাওয়া না গেলে মেধার ভিত্তিতে নিয়োগ প্রদার করতে হবে, একটি পরিবার থেকে একাধিক প্রার্থীকে কোটায় চাকুরি দেওয়া যাবে না, কোটার জন্য বিশেষ সার্কুলার দেওয়া যাবে না, চাকুরির ক্ষেত্রে সকলের জন্য অভিন্ন বয়স প্রক্রিয়া প্রণয়ন সহ মোট ৫ টি দাবি উত্থাপন করা হয়।

এসময় আইন বিভাগের শিক্ষার্থী শফিকুল ইসলাম বলেন, ‘‘২৬ লাখ বেকারের এদেশে ৫৬ শতাংশ কোটা থাকা অযৌক্তিক। আমরা কোটা ব্যবস্থার বিরুদ্ধে নই। শুধু কোটা ব্যবস্থার সংস্কার চাই। মানববন্ধন থেকে আমাদের দাবিগুলো তুলে ধরছি মাত্র।’’

এসময় মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছিল কোটার জন্য নয় উল্লেখ্য করে লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সুলতান মাহমুদ বলেন, ‘‘মুক্তিযুদ্ধের চেতনা কোটার সাথে যায় না, দেশের প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি কোটা সংস্কার করা হোক। নতুন কোটা সিস্টেম প্রণয়ন করে লাখ লাখ বেকার শিক্ষার্থীদের দাবিকে গ্রহন করুন।’’

বিশ^বিদ্যালয় ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের শিক্ষার্থী সেলিহান আলমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী এনামুল ইসলাম, সমাজবিজ্ঞানের আলে ইমরান, হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের মশিউর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। মানববন্ধনটি সঞ্চালনা করেন মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুচিতা রায়।

মানববন্ধন থেকে কোটা সংস্কারের দাবিতে শাহবাগের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করা হয়। একই দাবিতে আগামীকাল মঙ্গলবার কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আবারও মানববন্ধনের আয়োজন করা হবে বলে জানান শিক্ষার্থীরা।

এসএম/ ১৯ ফেব্রুয়ারি ২০১৮