বেরোবিতে ছাত্রলীগের দু'গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত-৩


টাইমস প্রতিবেদক | Published: 2018-02-27 16:02:59 BdST | Updated: 2024-05-05 18:15:51 BdST

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের দু'গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। সোমবার (২৬ নফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা থেকে ৯টা পর্যন্ত দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় ছাত্রলীগের তিন নেতাকর্মী আহত হয়েছে।

পুলিশ এবং প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টার সময় বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির সামনে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী আদনান শুভ দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রধান ফটক দিয়ে প্রবেশ করছিলেন। এ সময় ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী রাসেল আদনানকে দেখেশুনে মোটরসাইকেল চালাতে বললে আদনান রাসেলের ওপর চড়াও হয়। পরে বিষয়টিকে কেন্দ্র করে দু'গ্রুপের মধ্যে বাক-বিতণ্ডা ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

পরে বিশ্ববিদ্যালয়ের সভাপতি তুষার কিবরিয়া, সাধারণ সম্পাদক নোবেল শেখ, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নোবেল শেখ বলেন, “মোটর সাইকেল আরোহী এবং পথচারীর মধ্যে একটু ঝামেলা হয়। এখানে ছাত্রলীগের কোন ঝামেলা নেই।”

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি তুষার কিবরিয়া বলেন, “ছাত্রলীগে গ্রুপিং বলতে কিছু নেই। আমরা সবাই একসাথে একটি পরিবারের মত আছি। এখানে দু'জনের মধ্যে ঝামেলা হয়েছিলো, আমরা সভাপতি-সেক্রেটারি মিলে সেটা মীমাংসা করেছি।”

বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহিব্বুল হক বলেন, “আজ সন্ধ্যায় মোটর সাইকেল চালানোকে কেন্দ্র করে ছাত্রলীগের মধ্যে একটি ঝামেলা তৈরি হয়। বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে।”

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আবু কালাম মোহাম্মদ ফরিদ উল ইসলাম বলেন, “ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে একটু ঝামেলা হয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছি।”

এসএইচ/ ২৭ ফেব্রুয়ারি ২০১৮