বেরোবিতে সহপাঠীর বিরুদ্ধে দুই ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগ


টাইমস প্রতিবেদক | Published: 2018-03-03 17:49:39 BdST | Updated: 2024-05-04 03:33:17 BdST

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক ছাত্রের বিরুদ্ধে একই বিভাগের দুই ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (০১ মার্চ) বিকেলে ঘটনার বিচার ও নিরাপত্তা চেয়ে ওই দুই ছাত্রী প্রক্টর ও বিভাগীয় প্রধান বরাবর লিখিত অভিযোগ করেছেন।

লিখিত অভিযোগে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রথম বর্ষের ওই দুই ছাত্রী বলেছেন, বিভাগের একই বর্ষের ছাত্র তাইজুল ইসলাম তাদের উত্ত্যক্ত করেন এবং বিভিন্ন ধরণের ভয়ভীতি দেখান। উত্ত্যক্ত বিষয়টি বিভাগের সভাপতিকেও জানিয়েছেন ওই দুই ছাত্রী।

এ বিষয়ে ওই দুই ছাত্রী জানান, রাজনীতি করেন তাই তার বিরুদ্ধে অভিযোগ দিয়ে লাভ নেই বলে হুমকি দেন তাইজুল। বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান।

তবে অভিযুক্ত শিক্ষার্থী তাইজুল ইসলামের মুঠোফোনে একাধিকবার ফোন করেও কথা বলা সম্ভব হয়নি।

এ বিষয়ে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সভাপতি ড. মো. নুর আলম সিদ্দিক জাগো নিউজকে বলেন, অভিযোগ পাওয়ার পর বিভাগের শিক্ষকদের নিয়ে সভা করেছি। বিষয়টি দ্রুতই সমাধান করা হবে।

লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বিশ্ববিদ্যালয় প্রক্টর (চলতি দায়িত্ব) অধ্যাপক ড. আবু কালাম মো. ফরিদ উল ইসলাম বলেন, রোববার তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এমএন/ ০৩ মার্চ ২০১৮