কোটা সংস্কার ও মামলা প্রত্যাহারের দাবীতে জাককানইবিতে বিক্ষোভ মিছিল


সরকার আব্দুল্লাহ তুহিন | Published: 2018-03-19 00:13:38 BdST | Updated: 2024-05-05 07:27:26 BdST

কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর পুলিশের অতর্কিত হামলা ও মিথ্যা মামলা প্রত্যাহার ও কোটা সংস্কারসহ পাঁচ দফা দাবীতে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল’ পালন করেছে শিক্ষার্থীরা।

রোববার (১৮ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা ভাষ্কর্যের সামনে সমবেত হয়ে মামলা প্রত্যাহার ও কোটা সংস্কারের দাবীতে বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল করে তারা। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

উল্লেখ্য যে, কোটা সংস্কার আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশের উপর আক্রমনসহ রাস্তা অবরোধ করে জনদূর্ভোগ তৈরির অভিযোগে গত ১৬ই মার্চ (শুক্রবার) অজ্ঞাতনামা ৭০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ।

এসএম/ ১৮ মার্চ ২০১৮