জঙ্গি সন্দেহে আটক বেরোবি ছাত্রীর মেসে তল্লাশি


টাইমস প্রতিবেদক | Published: 2018-04-08 16:35:54 BdST | Updated: 2024-05-04 03:22:37 BdST

জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে আটক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী সাদিয়া আফরোজ ওরফে নিনার মেসে তল্লাশি চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শনিবার (০৭ এপ্রিল) রাত ৮টার দিকে নগরীর আশরতপুর সালামের মোড় সংলগ্ন আটক ছাত্রী নিনার মেসে এ তল্লাশি চালানো হয়। গত বুধবার গভীর রাতে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে নিনাকে নিজ বাড়ি লালমনিরহাটের হাতীবান্ধার ধূবনী গ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

পরে গত বৃহস্পতিবার (৫ এপ্রিল) হাতীবান্ধা থানার এসআই আব্দুল্লাহ আল মাহমুদ বাদী হয়ে আটক নিনার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেন।

এদিকে গত শুক্রবার জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে ওই ছাত্রীর ছাত্রত্ব স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নিনা ২০১২-১৩ শিক্ষাবর্ষে ওই বিভাগে ভর্তি হন। বর্তমানে চতুর্থ বর্ষে অধ্যয়নরত।

মেস মালিক আব্দুল খালেক জাগো নিউজকে বলেন, প্রায় বছরখানেক ধরে ওই মেসে থাকেন নিনা। গত মঙ্গলবার বোনের বিয়ের কথা বলে মেস থেকে নিনা বাড়িতে যান।

লালমনিরহাট পুলিশ সুপার এস এম রশিদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, মেসে তল্লাশি করে জঙ্গি সম্পৃক্ততার স্বপক্ষে কিছু প্রমাণ মিলেছে। তবে তদন্তের সাপেক্ষে তা বলা যাচ্ছে না।

এইচজে/ ০৮ এপ্রিল ২০১৮