বেরোবিতে বাধ্যতামূলক ‘রোকেয়া স্টাডিজ’ কোর্স চালু


বেরোবি টাইমস | Published: 2018-04-27 00:36:47 BdST | Updated: 2024-05-04 07:07:04 BdST

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বাধ্যতামূলক ‘রোকেয়া স্টাডিজ’ কোর্স চালু করা হয়েছে। বুধবার (২৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় ২০১৭-১৮ সেশনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের দ্বিতীয় সেমিস্টার থেকে এই কোর্সটি চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়।

উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহর সভাপতিত্বে সভায় বিশ্ববিদ্যালয়ের ২১টি বিভাগের সব শিক্ষার্থীর জন্য ননক্রেডিট এবং বাধ্যতামূলক ‘রোকেয়া স্টাডিজ’ কোর্সটি পরিচালিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন- বিজনেস স্টাডিজ অনুষদের ডিন মো. ফেরদৌস রহমান, কলা অনুষদের ডিন প্রফেসর ড. পরিমল চন্দ্র বর্মণ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. আবু কালাম মো. ফরিদ উল ইসলাম প্রমুখ।

এর আগে গত ২০ এপ্রিল একাডেমিক কাউন্সিলের ৫ম সভার সুপারিশক্রমে এবং ২২ এপ্রিল অনুষ্ঠিত সিন্ডিকেটের ১৭তম সভায় এ বিষয়ে অনুমোদন দেওয়া হয়েছিলো।

এইচজে/ ২৬ এপ্রিল ২০১৮