অফিস কক্ষে মদের বোতল, বেরোবি’র কর্মকর্তাকে শোকজ


বেরোবি টাইমস | Published: 2018-04-30 20:13:55 BdST | Updated: 2024-05-04 03:48:41 BdST

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সমাজবিজ্ঞান বিভাগের অফিস কক্ষে ফাইল কেবিনেট থেকে বিদেশি মদের বোতল উদ্ধার করার ঘটনায় এক কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত বুধবার ২৫ এপ্রিল সন্ধ্যায় বিভাগটির অফিস কক্ষে বিশ্ববিদ্যালয় প্রক্টর প্রফেসর ড. আবু কালাম মো. ফরিদ উল ইসলাম-এর নেতৃত্বে সহকারী প্রক্টর মো. ছদরুল ইসলাম সরকার, বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার মুহিব্বুল ইসলামসহ পুলিশ বাহিনীর সদস্য এবং বিভাগটির কর্মকর্তা-কর্মচারীর সহযোগিতায় ওই কক্ষ থেকে মদের বোতল সহ আরো কিছু মালামাল উদ্ধার করা হয়। এর পরিপ্রেক্ষিতে বিভাগটির সাবেক কর্মকর্তা (গ্রেড-২) মো. আতিকুজ্জামান সুমনের বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাজবিজ্ঞান বিভাগে কর্মরত আতিকুজ্জামান সুমনকে গত মাসের শেষদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বদলি করা হয়। তাঁর স্থলে যোগদান করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের কর্মকর্তা (গ্রেড-২) মনিরুজ্জামান। বদলি আদেশের পর থেকেই কর্মকর্তা আতিকুজ্জামান সুমনকে সমাজবিজ্ঞান বিভাগের অফিসের ফাইল, আলমিরা এবং ফাইল কেবিনেটের চাবি হস্তান্তর করতে বারবার তাগাদা দেওয়ার পরও তা না করায় গত বুধবার এই অভিযান চালিয়ে মদের বোতল উদ্ধার করা হয়।

সার্বিক বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের চলতি দায়িত্বপ্রাপ্ত প্রক্টর আবু কালাম মো. ফরিদ উল ইসলামের মুঠোফোনে কল দিয়ে একাধিকবার যোগাযোগ করলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

এসএম/ ৩০ এপ্রিল ২০১৮