বেরোবি ও বিএইউএসটির মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর


টাইমস প্রতিবেদক | Published: 2018-05-18 20:51:15 BdST | Updated: 2024-05-04 04:33:54 BdST

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ও সৈয়দপুরের বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বিএইউএসটি) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ মে) সকালে বিএইউএসটির ক্যাম্পাসে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

সমঝোতা চুক্তিতে বিএইউএসটির পক্ষে স্মারক করেন উপাচার্য ব্রিগ্রেডিয়ার জেনারেল মো. লুৎফর রহমান ও বেরোবির উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ।

সমঝোতা অনুযায়ী, উভয় প্রতিষ্ঠান যৌথভাবে উচ্চশিক্ষা ক্ষেত্রে গবেষণা, প্রকাশনা, শিক্ষা বিষয়ক তথ্যাদি, অভিজ্ঞ শিক্ষক ও গবেষক আদান-প্রদান করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-বিএইউএসটির রেজিস্ট্রার ড. মো. মোয়াজ্জম হোসেন, প্রকৌশল অনুষদের ডিন ড. মো. মামুনূর রশিদ, প্রক্টর মেজর (অব.) মো. মিজানুর রহমান, বেরোবির পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. রশীদুল ইসলাম প্রমুখ।

এসএম/ ১৮ মে ২০১৮