৩২ দিনের ছুটিতে বেরোবি


টাইমস ডেস্ক | Published: 2018-06-01 00:25:00 BdST | Updated: 2024-05-04 07:18:17 BdST

ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) টানা ৩২ দিনের ছুটি শুরু হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের কর্মকর্তা আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জনসংযোগ দফতর সূত্রে জানা গেছে, বুধবার (৩০ মে) থেকে বৃহস্পতিবার (২৮ জুন) পর্যন্ত ৩০ দিন ও তারপরের দুইদিন সরকারি ছুটি হওয়ায় ৩২ দিন বিশ্ববিদ্যালয়ের সব প্রকার ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। ছুটি শেষে আগামী রোববার (১ জুলাই) থেকে যথারীতি ক্লাস-পরীক্ষা শুরু হবে।

এছাড়া আগামী রোববার (৩ জুন) থেকে ২১ জুন (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে শনিবার (২৪ জুন) থেকে যথারীতি প্রশাসনিক কার্যক্রম চলতে থাকবে।

এসএম/ ৩১ মে ২০১৮