হাবিপ্রবিতে এমএস ও এমবিএ কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি


টাইমস ডেস্ক | Published: 2018-06-03 19:12:35 BdST | Updated: 2024-05-04 08:44:11 BdST

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) এমএস ও এমবিএ কোর্সে জুলাই/ডিসেম্বর, ২০১৮ সেমিস্টারের বিভিন্ন বিভাগের তিন সেমিস্টার (১৮ মাস) মেয়াদি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

গত ২৪ মে পোস্টগ্রাজুয়েট স্টাডিজ অনুষদের ডীন কর্তৃক স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের অবস্থিত রূপালী ব্যাংক লিঃ এর শাখায় ৭০০ টাকা প্রদানপূর্বক আবেদনপত্র ওই ব্যাংকে রক্ষিত ২৭ মে হতে সংগ্রহ করা যাবে এবং তা পূরণ করে ২৮ জুন পর্যন্ত অফিস চলাকালীন সময়ে ভর্তিচ্ছু বিভাগে জমা দিতে হবে।

আবেদনের ক্ষেত্রে যোগ্যতা:

ক) এমএস/এমবিএ কোর্সে ভর্তির জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নূন্যতম স্নাতক অথবা সমমানের ডিগ্রিধারী হতে হবে।

খ) কোর্স ক্রেডিট পদ্ধতিতে পাসকৃত প্রার্থীর জিপি এ ৪ এর মধ্যে কমপক্ষে ২.৫ অথবা ৫ এর মধ্যে কমপক্ষে ৩.৫ এবং সংশ্লিষ্ট বিষয়ে C+ গ্রেড থাকতে হবে।

গ) কোর্স ক্রেডিট পদ্ধতি বহির্ভূত প্রার্থীর ক্ষেত্রে গড়ে ৫০% নম্বর এবং ভর্তিচ্ছু বিষয়ে ৫০% নম্বর থাকতে হবে।

ঘ) চাকুরিরত প্রার্থীদের ক্ষেত্রে নম্বর শিথিলযোগ্য।

ভর্তির অন্যান্য তথ্যাদি:

১) আবেদনপত্রের সাথে সকল পরীক্ষার সত্যায়িত সার্টিফিকেট, মার্কশিট ও তিন কপি (পাসপোর্ট সাইজে) ছবিসহ প্রয়োজনীয় কাগজপত্রাদি সংযোজন করতে হবে।

২) চাকুরিরত প্রার্থীকে অবশ্যই দরখাস্তের সাথে নিজ নিজ বিভাগীয় নিয়োগকর্তার নিকট থেকে এ মর্মে সার্টিফিকেট সংযোজন করতে হবে যে, অধ্যয়নকালে প্রার্থীকে তিন সেমিস্টারব্যাপী (১৮ মাস) ছুটি প্রদান করবেন।

৩) সংশ্লিষ্ট বিভাগীয় চেয়ারম্যানকে ভর্তিযোগ্য আবেদনপত্র সুপারিশসহ ২ জুলাইয়ের মধ্যে ডীন, পোস্টগ্রাজুয়েট স্টাডিজ অনুষদের অফিসে পাঠাতে হবে।

৪) নির্বাচিত প্রার্থীদের ৮ জুলাই এবং ৯ জুলাইয়ের মধ্যে ডীন, পোস্টগ্রাজুয়েট স্টাডিজ অনুষদের অফিস হতে ভর্তি ফি জমাদানের রশিদ সংগ্রহ করে রূপালী ব্যাংক লিঃ হাবিপ্রবি শাখায় নির্ধারিত টাকা জমা দিয়ে একই অফিস থেকে ভর্তি ফরম সংগ্রহ করে এবং তা পূরণ করে উল্লেখিত তারিখের টাকা জমা দানের রশিদসহ পূরণকৃত ভর্তি ফরম জমা দিতে হবে।

উল্লেখ্য, ১২ জুলাই হতে ক্লাস শুরু হবে এবং বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.hstu.ac.bd পাওয়া যাবে।

এসএম/ ০৩ জুন ২০১৮