ছুটি শেষে বেরোবি খুলছে রোববার


টাইমস প্রতিবেদক | Published: 2018-06-23 20:08:25 BdST | Updated: 2024-05-04 02:52:19 BdST

পবিত্র ঈদুল ফিতর, জুমআতুল বি’দা, শব-ই-কদর এবং গ্রীষ্মকালীন ছুটি শেষে আগামী রোববার (২৪ জুন) থেকে খুলছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)।

এদিন থেকে বিশ্ববিদ্যালয়ের সব ধরণের প্রশাসনিক কার্যক্রম শুরু হলেও একাডেমিক কার্যক্রম আগামী ১ জুলাই থেকে শুরু হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের কর্মকর্তা (গ্রেড-২) আরিফুল হক।

তিনি জানান, ৩-২১ জুন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকলেও সাপ্তাহিক ছুটির কারণে আগামী রবিবার (২৪ জুন) থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম চালু হবে। ১ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ক্লাস-পরীক্ষাসহ সব-ধরণের একাডেমিক কার্যক্রম চালু হবে।

এছাড়া, বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ মুখতার ইলাহী এবং শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল বুধবার সকাল ১০টা থেকে খুলে দেয়া হয়েছে বলে জানিয়েছে হল কর্তৃপক্ষ। এদিকে, প্রিয়জনদের সঙ্গে দীর্ঘ ছুটি কাটিয়ে ইতোমধ্যেই ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন শিক্ষার্থীরা।

এসএম/ ২৩ জুন ২০১৮