ইবিতে চার সিন্ডিকেট সদস্য নিয়োগ


আহসান নাঈম | Published: 2018-07-24 00:42:43 BdST | Updated: 2024-05-05 03:18:11 BdST

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সিন্ডিকেটে চার জন সদস্য মনোনয়ন দিয়েছে সরকার। সোমবার (২৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দল লতিফ অফিস বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয় আইন ১৯৮০ এর ১৯(১) (ছ) ও ১৯ (২) ধারা অনুযায়ী ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে চার জন ব্যাক্তিকে সদস্য হিসেবে দুই বছরের জন্য মনোনয়ন প্রদান করা হয়েছে।

এতে ইসলামী বিশ্ববিদ্যালয় আইন ১৯৮০ এর ১৯(১) (ছ) ধারা অনুযায়ী শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ও খুলনা বিভাগের বিভাগীয় কমিশনারকে মনোনয়ন দিয়েছে। এবং ইসলামী বিশ্ববিদ্যালয় আইন ১৯৮০ এর ১৯(১) (ঞ) ধারা অনুযায়ী সিরাজগঞ্জের কয়রা দ্বিমুখী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও কুষ্টিয়ার বাঁশগ্রাম কামিল মাদ্রাসার অধ্যক্ষকে মনোনয়ন দিয়েছে সরকার।

এসএম/ ২৩ জুলাই ২০১৮