ছাত্রদল চাচ্চুদলে পরিণত হয়েছে: রাবি ছাত্রলীগ সভাপতি


RU Correspondent | Published: 2022-05-30 09:08:22 BdST | Updated: 2024-04-26 17:10:43 BdST

ছাত্রদল চাচ্চুদলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া। তিনি বলেন, যে সময়ে তাদের (ছাত্রদলের নেতাকর্মীদের) ছেলে-মেয়েরা বিশ্ববিদ্যালয়ে পড়ার কথা, সে সময়ে তারা অবাধ্য একটি ছাত্রসংগঠনের নেতৃত্ব দেয়।

রোববার (২৯ মে) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রলীগের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করে রাবি ছাত্রলীগ।

গোলাম কিবরিয়া বলেন, হামলার প্রতিবাদে আজকে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে হাজির হয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে তারা (ছাত্রদল) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। তারা শিক্ষার পরিবেশকে নষ্ট করতে চেয়েছিল। কিন্তু সাধারণ শিক্ষার্থীরাই ছাত্রদলকে ক্যাম্পাস থেকে বের করে দেয়। রাবিসহ প্রতিটি বিশ্ববিদ্যালয় কীভাবে চলবে তা সিদ্ধান্ত নেবে সাধারণ শিক্ষার্থীরা। যখন ছাত্রদল-শিবির ক্যাম্পাসে ঢোকে, তখন সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কে থাকে।

মানববন্ধনে রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ক্ষমতা গ্রহণ করার পর থেকে বিশ্ববিদ্যালয়গুলোতে কখনো শিক্ষার সুষ্ঠু পরিবেশ নষ্ট হয়নি। কিন্তু এখন ছাত্রদল তৎপর হয়ে উঠেছে শিক্ষাঙ্গনগুলোকে সন্ত্রাসের রাজ্যে পরিণত করার জন্য। তাদের বলে দিতে চাই, যদি শিক্ষার পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করেন, তাহলে ছাত্রলীগ লাগবে না সাধারণ শিক্ষার্থীরাই তা প্রতিহত করবে।

এ সময় আরও বক্তব্য দেন রাবি ছাত্রলীগের সহ-সভাপতি কাজী লিংকন, জাকিরুল ইসলাম জ্যাক, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু, এনায়েত হক রাজু, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক আসাদুল্লাহ-হিল-গালিব, ধর্ম বিষয়ক সম্পাদক তাওহীদুল ইসলাম দুর্জয় প্রমুখ।