রাবিতে গ্রীন ভয়েসের ১৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


Abu Saleh Shoeb | Published: 2024-04-18 21:50:14 BdST | Updated: 2024-12-10 05:47:00 BdST

গ্রীন ভয়েস, রাজশাহী বিশ্ববিদ্যালয় এর সবুজ বন্ধুগণ আনন্দের সঙ্গে গ্রীন ভয়েস এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। এছাড়াও বায়ু দূষণ রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকাল ৫ ঘটিকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে সরেজমিনে উক্ত আয়োজন প্রত্যক্ষ করা যায়।

উল্লেখ্য "দূষণ মুক্ত বায়ু চাই, সুস্থ ভাবে বাঁচতে চাই" - এই শ্লোগানকে ধারণ করে ১৯ তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিপাদ্য হিসেবে "বায়ু দূষণ" কে নির্বাচন করা হয়েছে। ২০০৫ সালে প্রতিষ্ঠিত গ্রীন ভয়েস দেশজুড়ে ১৬০ টি ইউনিট প্রতিনিয়ত একটি সুস্থ ও বসবাসযোগ্য পৃথিবী বিনির্মানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

গ্রীন ভয়েস, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক আহসান হাবিব বলেন, "বায়ুদূষণ নিয়ন্ত্রণে দ্রুত ও জরুরী ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। সুস্থ্য জীবন ও সুন্দর পরিবেশের জন্য বিশুদ্ধ বায়ুর প্রয়োজনীয়তা অপরিসীম।"

এসময় উপস্থিত ছিলেন সহ সভাপতি শিহাব জিম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহিন আলম, সহ সাংগঠনিক সম্পাদক মাহিন সহ অন্যান্য সবুজ বন্ধুগণ। বায়ু দূষণের কারণ ও এর ক্ষতিকর প্রভাব নিয়ে আলোচনা সভার মাধ্যমে উক্ত আয়োজন
সম্পন্ন হয়।