করোনা ভাইরাস আতঙ্কে চীন ছাড়ছে বিভিন্ন দেশের শিক্ষার্থীরা


Dhaka | Published: 2020-02-09 19:29:25 BdST | Updated: 2024-07-03 15:10:47 BdST

করোনা ভাইরাস আক্রান্তের আতঙ্কে চীন ছেড়ে নিজ নিজ দেশে চলে যাচ্ছেন বিভিন্ন দেশের শিক্ষার্থীরা । যারা চীন সরকারের স্কলারশিপ নিয়ে দেশটিতে পড়তে গিয়েছিলেন।

গতকাল ৭০ জনেরও বেশি আরবিয় শিক্ষার্থীকে তারা দেশে ফিরে নিয়ে নিয়েছেন । আরবের ওমান প্যালেস্টাইন সহ কয়েকটি দেশের শিক্ষার্থীরা এ তালিকায় রয়েছে।

এদিকে আফ্রিকান শিক্ষার্থীরাও  চীন থেকে নিজ দেশে ফেরার জন্য তাদের সরকারের কাছে সাহায্য প্রার্থনা করেছেন । শীঘ্রই তাদের আফ্রিকায় ফিরিয়ে নেয়া হবে ।

অন্যদিকে চিনে অধ্যয়নরত বাংলাদেশি অনেক শিক্ষার্থী ইতোমধ্যে দেশে ফিরে এসেছেন। আবার অনেকে চিনে অবস্থান করছেন । অনেকেই খাদ্যসংকটে আছেন বলে বাংলাদেশি গণমাধ্যমকে জানিয়েছে তবে বাংলাদেশ সরকারের চীনের রাষ্ট্রদূত বলছেন শিক্ষার্থীদের খাদ্য সংকট নেই।

এদিকে ভারত ও পাকিস্তানের শিক্ষার্থীরাও চীন ছেড়ে চলে যাচ্ছেন। ভারতীয় শিক্ষার্থীরা ফিরে আসলেও অনেক পাকিস্তানি শিক্ষার্থীরা সেখানে আটকা পড়েছেন। তাদেরকে দেশে ফিরিয়ে নিতে সাহায্য করার ঘোষণা দিয়েছে ভারত । যদিও এখনো পর্যন্ত ভারতের কাছে কোন ধরনের অনুরোধ করেনি পাকিস্তান।

এদিকে চীনের গণমাধ্যম সূত্রে জানা গেছে ইতিমধ্যেই দেশটিতে করোনাভাইরাস ৭০০ এর অধিক মানুষ মৃত্যুবরণ করেছে।