কুয়েট ছাত্রলীগের হল কমিটি গঠন


এম এ লতিফ | Published: 2024-07-02 23:25:38 BdST | Updated: 2024-07-05 07:05:10 BdST

দায়িত্বপ্রাপ্তির ৮ মাসের মাথায় কুয়েট ছাত্রলীগের হল কমিটি গঠন করা হয়েছে গত ১ জুলাই। কুয়েট ছাত্রলীগের সভাপতি রুদনীল সিংহ এবং সাধারণ সম্পাদক একেএম নিবিড় রেজা স্বাক্ষরিত সব কটি হলের আংশিক কমিটিকে আগামি ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ করতে বলা হয়েছে।

দীর্ঘ দিনের অচলায়তন ভেঙে প্রায় ৮ বছর পর কুয়েটে হল কমিটি গঠিত হয়েছে। অচলায়তন ভাঙায় উচ্ছ্বাসে ভাসছে কুয়েটের শিক্ষার্থীরা। উল্লেখ্য এবারই প্রথমবারের মতো কুয়েটের ছাত্রী হল রোকেয়া হলের কমিটিও গঠন করা হয়েছে।
হল কমিটি গঠন পরবর্তী প্রতিক্রিয়ায় সভাপতি রুদ্র বলেন, "নেতৃত্বের গতিশীলতা রক্ষা করার যে গুরুদায়িত্ব বাংলাদেশ ছাত্রলীগ আমাদের উপর অর্পণ করেছিলো, এই হল কমিটি সমূহ গঠনের মাধ্যমে তার কিছুটা রক্ষা করতে পেরেছি বলে মনে করছি।"
দ্রুততম সময়ে কমিটি গঠনের বিষয়ে সাধারণ সম্পাদক একেএম নিবিড় রেজা বলেন, "দায়িত্বকে বন্টনের মাধ্যমে স্মার্ট কুয়েট ছাত্রলীগ গঠনের যে শপথ আমরা নিয়েছিলাম তার অংশ হিসেবে আমরা কমিটি গঠন করেছি। খুব শীঘ্রই বিশ্ববিদ্যালয় কমিটিও গঠন করা হবে। আমাদের অনুপ্রেরণার অকৃত্রিম উৎস হয়ে পাশে থাকার জন্য আমরা কৃতজ্ঞতা জানাতে চাই বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে।"

দায়িত্ব পেলেন যারা:
খান জাহান আলী হল-
সভাপতি: আব্দুর রউফ
সাধারণ সম্পাদক: মাহমুদুল হোসেন সুপ্ত

লালন শাহ হল-
সভাপতি: অংকন বড়াল
সাধারণ সম্পাদক: দীপ্র দাস কুন্ডু

রোকেয়া হল-
সভাপতি: অর্পিতা সূর
সাধারণ সম্পাদক: মতিয়া রহমান পিয়া

ফজলুল হক হল-
সভাপতি: এস কে রায়হান
সাধারণ সম্পাদক: শেখ মো: নিবিড়

এম এ রশীদ হল-
সভাপতি: মো: ফকরুল ইসলাম ফারিজ
সাধারণ সম্পাদক: মো: মেহেদী হাসান মিঠু

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল-
সভাপতি: সরদার শফিকুল ইসলাম
সাধারণ সম্পাদক: তৌফিক জিয়া

অমর একুশে হল-
সভাপতি: মো: রেদওয়ানুল আমিন
সাধারণ সম্পাদক: মো: নাহিদ হাসান

উল্লেখ্য গত ১০ অক্টোবর ২০২৩ তারিখ বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, রুদ্রনীল সিংহ কে সভাপতি ও নিবিড় রেজাকে সাধারণ সম্পাদক করে কুয়েট ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করেন।
এদিকে কমিটি ঘোষণার পরপরই পুরো কুয়েটের শিক্ষার্থীদের মাঝে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েছে।