ট্রাম্পের ব্যাগ গুছিয়ে বাড়ি যাওয়ার সময় হয়েছে : বাইডেন


টাইমস ডেস্ক | Published: 2020-11-04 05:40:58 BdST | Updated: 2024-05-05 02:13:13 BdST

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আনুষ্ঠানিক ভোটগ্রহণ চলছে। স্থানীয় সময় মঙ্গলবার ভোর ৫টার (বাংলাদেশ সময় বিকেল ৪টা) দিকে ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচনে জয়ী হওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।

তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্পের ব্যাগপত্র গোছগাছ করে বাড়ি যাওয়ার সময় হয়েছে। গতকাল সোমবার দেশটির ওহাইও অঙ্গরাজ্যে এক সমাবেশে এ মন্তব্য করেন বাইডেন। খবর এনডিটিভির।

বাইডেন বলেন, গত চার বছরে ডোনাল্ড ট্রাম্প আমেরিকানদের মধ্যে বিভাজন সৃষ্টি করেছেন। মার্কিনিদের ঐক্যবদ্ধ করতে পারেননি।

ডেমোক্র্যাট প্রার্থী আরো বলেন, ‘‍যিনি আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করেছেন, তাঁকে আর প্রেসিডেন্ট হিসেবে দেখব না। যিনি আমেরিকানদের নিরাপত্তা দিতে পারেননি তাঁকে আর প্রেসিডেন্ট পদে দেখতে চাই না। ট্রাম্পকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার সময় এসেছে আমেরিকানদের সামনে।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বারের মতো জয়ের আশাবাদী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। মিশিগানে গ্র্যান্ড র‌্যাপিডসে বিপুল সমর্থকের করতালিতে নির্বাচনী প্রচার শেষ করেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে তিনি বলেন, ‘আমরা আরেকটি মহান বিজয় পেতে যাচ্ছি।’

২০১৬ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনকে নিয়ে যখন দুশ্চিন্তায় ছিলেন ট্রাম্প, সেবারও ঠিক এই জায়গায় শেষ প্রচার চালিয়েছিলেন তিনি। এবারও সেই জায়গায় দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমরা আরেকবার ইতিহাস গড়তে যাচ্ছি।’

এদিকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ভিন্ন ভিন্ন সময়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। তবে নির্বাচনের দিনের আগেই গতকাল সোমবার পর্যন্ত অন্তত নয় কোটি ৬০ লাখ মানুষ আগাম ভোট দিয়েছে, যা ২০১৬ সালের মার্কিন নির্বাচনে ভোটার উপস্থিতির ৭০ শতাংশ।