পুনীতের মৃত্যু : সেই ১৮০০ শিক্ষার্থীর দায়িত্ব নিলেন আরেক অভিনেতা


Dhaka | Published: 2021-11-02 06:26:59 BdST | Updated: 2024-03-29 16:22:40 BdST

সদ্য প্রয়াত ভারতের কন্নড় ইন্ডাস্ট্রির অন্যতম শীর্ষ তারকা পুনীত রাজকুমার ব্যাপক সামাজিক কার্যক্রম পরিচালনা করতেন। ভারতের অন্যতম শীর্ষ গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার দাবি, তিনি শুধু অনুদানই দিতেন না, এতিমখানা, বিদ্যালয় ও বৃদ্ধাশ্রম পরিচালনা করতেন।

বিভিন্ন খবরে প্রকাশ, ২৬টি এতিমখানা, ১৬টি বৃদ্ধাশ্রম এবং ৪৫টি বিদ্যালয় পরিচালনা করতেন তিনি। তাতে এক হাজার ৮০০ শিক্ষার্থী বিনাবেতনে অধ্যয়ন করত।

পুনীতের মৃত্যুর পর সেই এক হাজার ৮০০ শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছেন তামিল অভিনেতা বিশাল কৃষ্ণ রেড্ডি। সম্প্রতি এক আয়োজনে বিশাল বলেছেন, ‘তিনি (পুনীত রাজকুমার) যেভাবে সমাজসেবা করতেন, আমি আমার সাধ্যমতো সবকিছু করার চেষ্টা করব।’ এ সময় উপস্থিত জনতা তাঁকে স্বাগত জানান এবং প্রশংসায় ভাসান।

গত ২৯ অক্টোবর জিমে শরীরচর্চা করার সময় হৃদরোগে আক্রান্ত হন পুনীত রাজকুমার। এর পর বেঙ্গালুরুর বিক্রম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। গতকাল রাষ্ট্রীয় মর্যাদায় পুনীত রাজকুমারের শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

শিশু অভিনেতা হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন পুনীত রাজকুমার। ১২টি সিনেমায় শিশুশিল্পী হিসেবে কাজ করেছেন; পেয়েছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। ২০০২ সালে ‘আপ্পু’ সিনেমায় অভিনয় করে কন্নড় সিনেমায় তুমুল জনপ্রিয়তা পান তিনি। প্রায় ২৯টি সিনেমায় অভিনয় করেছেন পুনীত রাজকুমার। ছিলেন কন্নড় চলচ্চিত্র জগতের সবচেয়ে পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা। তাঁর আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ বিনোদন অঙ্গন।

//