জাককানইবির ‘এপি’ ভর্তি পরীক্ষা সম্পন্ন এবং ‘এএল’র ফল প্রকাশ


সরকার আব্দুল্লাহ তুহিন | Published: 2017-11-21 01:41:16 BdST | Updated: 2024-06-26 07:52:56 BdST

জাতীয় কবি কাজী নজরুল ইসলামবিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের এ(A) ইউনিটের ‘এপি’(AP) অংশের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং রোববার অনুষ্ঠিতব্য এ (A) ইউনিটের ‘এএল’(AL) অংশের ফল প্রকাশিত হয়েছে।

দ্বিতীয় দিনের মতো সোমবার (২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ে এ(A) ইউনিটের ‘এপি’(AP) অংশের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সকাল ৯টায় শুরু হয়ে ১০টায় শেষ হয় পরীক্ষা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ‘এপি’ ইউনিটে ১৬৫ আসনের বিপরীতে আবেদন জমা পড়েছিল ১ হাজার ৫৩৩টি। এদিনও বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন- সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. মো: নজরুল ইসলাম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো: হুমায়ুন কবীর, মিডিয়া ও প্রচার উপ-কমিটির সভাপতি প্রফেসর ড. রশিদুন্ নবী, শিক্ষক সমিতির সভাপতি তপন কুমার সরকার, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. সুব্রত কুমার দে, পরীক্ষা নিয়ন্ত্রক ড. নির্মল চন্দ্র সাহা।

এছাড়া সোমবার বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ(A) ইউনিটের ‘এপি’(AP) অংশের ভর্তি পরীক্ষার ২ শিফটেরফলপ্রকাশ করা হয়। মাননীয় উপাচার্যের অনুমোদনক্রমে ‘এ এল’(AL) এবং ‘এপি’(AP) ইউনিটের প্রধান সমন্বয়কারী প্রফেসর ড. এ কে এম শামসুদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক নোটিশে এ ফল প্রকাশ করা হয়।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট(www.jkkniu.edu.bd)-তে পাওয়া যাবে।

এসএম/ ২০ নভেম্বর ২০১৭