গুচ্ছ ভর্তি পরীক্ষায় হাবিপ্রবির ১,৫২৫ আসন


Desk report | Published: 2024-04-19 20:47:32 BdST | Updated: 2024-05-03 05:46:38 BdST

গুচ্ছ ভর্তি পরীক্ষার যোগ্যতা ও আসন সংখ্যা প্রকাশ করেছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)। ২০২৪ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ে লেভেল-১, সেমিস্টার-I এ বিশ্ববিদ্যালয়টিতে মোট আসন সংখ্যা এক হাজার ৫২৫ টি নির্ধারণ করা হয়েছে। হাবিপ্রবির রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের আটটি অনুষদের ২৩টি ডিগ্রির জন্য কৃষি অনুষদে ৩০০ জন, ফিশারিজ ও ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সাইন্স অনুষদে ৮০ জন করে, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদে ১৫০ জন, ইঞ্জিনিয়ারিং অনুষদে ২১০ জন, বিজ্ঞান অনুষদে ২৭০ জন, সোস্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদে ২৩৫ জন এবং বিজনেস স্টাডিজ অনুষদে ২০০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন।

বিজ্ঞপ্তিতে ভর্তি পরীক্ষার প্রাথমিক যোগ্যতা হিসেবে ২০১৯, ২০২০ বা ২০২১ সালের মাধ্যমিক/সমমান এবং ২০২২ বা ২০২৩ সালের উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জিপিএ ৫.০ স্কেলে প্রতিটিতে ইউনিট এ (বিজ্ঞান শাখা) এর জন্য নূন্যতম ৩.৫০ সহ মোট ৮.০০ জিপিএ, ইউনিট বি (মানবিক শাখা) এর জন্য ন্যূনতম ৩.০০ সহ মোট ৬.০০ এবং ইউনিট সি (বাণিজ্য শাখা) এর জন্য ন্যূনতম ৩.০০ সহ মোট ৬.৫০ জিপিএ থাকতে হবে।

এছাড়া O এবং A-Level শিক্ষার্থীদের জন্য O Level পরীক্ষায় কমপক্ষে ৩টি বিষয়ে বি গ্রেডসহ ৫টি বিষয়ে পাস এবং A Level পরীক্ষায় কমপক্ষে ২টি বিষয়ে বি গ্রেডসহ ৩টি বিষয়ে পাস থাকতে হবে। GST গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত A, B এবং C ইউনিটের ভর্তি পরীক্ষায় মেধাক্রম অনুযায়ী ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ন্যূনতম ৩৫ নম্বর এবং কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ন্যূনতম ৩০ নম্বর পেতে হবে।

প্রসঙ্গত, আগামী ২৭ এপ্রিল 'এ' ইউনিটের, ৩ মে ‘বি’ ইউনিটের এবং ১০ মে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।