‘উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে’


Desk report | Published: 2024-05-23 18:07:17 BdST | Updated: 2024-06-16 14:50:39 BdST

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য এবং কোষাধ্যক্ষের পদত্যাগের এক দফা দাবিতে ১২ তম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।

বৃহস্পতিবার (২২ মে) দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে এ অবস্থান কর্মসূচী পালন করা হয়।

এই বিষয়ে শিক্ষক সমিতির সভাপতি ড. মো: আবু তাহের বলেন, ‘২৮ তারিখ উপাচার্যের নেতৃত্বে শিক্ষকদের উপর যে ন্যাক্কারজনক হামলা হয়েছে এক্ষেত্রে উপাচার্য চলে যাওয়াই হচ্ছে একমাত্র সমাধান। উপাচার্য যত তাড়াতাড়ি পদত্যাগ করে বা অপসারণ করে নেওয়া হয় ততো তাড়াতাড়ি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সবার জন্য মঙ্গল এবং সবকিছুই স্বাভাবিক হয়ে যাবে। বিশ্ববিদ্যালয় বন্ধই করে রাখেছে এই উপাচার্য। আমাদের এক দফা দাবি উপাচার্যের পদত্যাগ না করা পর্যন্ত আমাদের কর্মসূচী চলবে।’

উল্লেখ্য, উপাচার্য ও কোষাধ্যক্ষের পদত্যাগের দাবিতে গত ৬ মে থেকে অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষক সমিতি।