রাবি অধ্যাপক ড. এস এ হায়দার মারা গেছেন


RU Correspondent | Published: 2024-06-21 21:40:40 BdST | Updated: 2024-06-28 17:08:26 BdST

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এস এ হায়দার (৫৮) মারা গেছেন। বৃহস্পতিবার (২১ জুন) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে মারা যান তিনি। এর আগে তিনি হৃদরোগের আক্রান্ত হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন।

শুক্রবার (২১ জুন) দুপুরে শ্রদ্ধা নিবেদনের জন্য ড. হায়দারের মরদেহ উদ্ভিদবিজ্ঞান বিভাগে রাখা হয়। বাদ জুমআ রাবি কেন্দ্রীয় জামে মসজিদে প্রথম জানাজা ও পরে ক্যাম্পাস সংলগ্ন খোজাপুর গোরস্থান মাঠে দ্বিতীয় জানাজা শেষে সেখানেই তাকে দাফন করা হয়।

অধ্যাপক ড. এস এ হায়দারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার এবং প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম ও প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক মো. হুমায়ুন কবীর। তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদবিজ্ঞান শিক্ষা ও গবেষণায় অধ্যাপক এস এ হায়দারের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তার রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

প্রসঙ্গত, অধ্যাপক হায়দার ১৯৬৬ সালে খুলনায় জন্মগ্রহণ করেন। ১৯৯৪ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদবিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন ও ২০০৮ সালে অধ্যাপক পদে উন্নীত হন। যুক্তরাজ্যের নিউক্যাসল বিশ্ববিদ্যালয় থেকে তিনি ১৯৯৭ সালে এমফিল ও ২০০২ সালে পিএইচডি ডিগ্রি অর্জন এবং ২০০৯ সালে পোস্ট ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন। কর্মজীবনে তিনি সহকারী প্রক্টর ও হল প্রাধ্যক্ষসহ অন্য কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তার উল্লেখযোগ্য সংখ্যক গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশে প্রকাশিত হয়েছে। তিনি বেশ কয়েকটি মাস্টার্স, এমফিল ও পিএইচডি গবেষণা তত্ত্বাবধান করেছেন।