যুক্তরাজ্যের সেরা ৫ বৃত্তির খোঁজখবর


Desk report | Published: 2024-06-22 09:25:54 BdST | Updated: 2024-06-28 17:19:32 BdST

বিদেশে উচ্চশিক্ষার জন্য আর্থিক সহায়তা নিশ্চিত করা দরকার। কেউ কেউ নিজ খরচে কেউ বৃত্তি নিয়ে বিদেশে পড়তে যান। যাঁরা উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্য যেতে চান, তাঁদের জন্য সেরা পছন্দের মাধ্যম হলো বৃত্তি। বৃত্তি শুধু আর্থিক বোঝার চাপ কমিয়ে দেয় না বরং একাডেমিক এবং ব্যক্তিগত উন্নয়নে আরও ফোকাস হওয়ার সুযোগ করে দেয়। আন্ডারগ্র্যাজুয়েট (স্নাতক) ছাত্রছাত্রীদের জন্য বৃত্তির সুযোগগুলো গ্রহণ করা দরকার। যুক্তরাজ্য ইম্পেরিয়াল কলেজ প্রেসিডেন্ট বৃত্তি, থিঙ্ক বিগ আন্ডারগ্র্যাজুয়েট স্কলারশিপ, আম্বার স্কলারশিপ, আন্ডারগ্র্যাজুয়েট গ্রেট স্টার্ট স্কলারশিপ ও ইউসিএল গ্লোবাল আন্ডারগ্র্যাজুয়েট স্কলারশিপ দেয় বিদেশি শিক্ষার্থীদের জন্য। ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের জন্য একাডেমিক লক্ষ্য এবং আর্থিক সংগতির সঙ্গে স্কলারশিপগুলো আপনার জন্য ভালো হতে পারে, তা তুলে ধরা হলো—

১. ইম্পেরিয়াল কলেজ প্রেসিডেন্ট বৃত্তি
যুক্তরাজ্যর লন্ডনের ইম্পেরিয়াল কলেজ প্রেসিডেন্টের আন্ডারগ্র্যাজুয়েট স্কলারশিপ সারা বিশ্বের শিক্ষার্থীদের জন্য। অসামান্য অবদান রাখা ছাত্রদের পুরস্কৃত করার জন্যই বৃত্তি। ইম্পেরিয়াল কলেজ স্নাতকে অধ্যয়ন করতে চাইলে আবেদন করতে হবে এ বৃত্তির জন্য।

আবেদনের যোগ্যতা
* বিদেশি ছাত্র হতে হবে।

* ইম্পেরিয়াল কলেজে পূর্ণ সময়ের স্নাতক প্রোগ্রামের জন্য আবেদন করতে হবে।

* একাডেমিক ফলাফল ভালো করা এবং ভালো করার সম্ভাবনা প্রদর্শন করতে হবে।

* অন্য কোনো উল্লেখযোগ্য বৃত্তির প্রাপ্ত হলে আবেদনের যোগ্য হবেন না।

বৃত্তির অর্থ
* স্নাতকে অধ্যয়নের জন্য প্রতিবছর ১ হাজার পাউন্ড স্টার্লিং মিলবে। (১ পাউন্ড সমান ১৪৯ টাকা ২৯ পয়সা ধরে ১ লাখ ৪৯ হাজার ২৯০ বাংলাদেশি টাকা। বুধবার বিকেলের হিসাবে।)

* প্রেসিডেন্ট স্কলার হিসেবে স্বীকৃতি পাবেন।

যে যে নথি প্রয়োজন
*একাডেমিক ট্রান্সক্রিপ্ট

* পারসোনাল স্টেটমেন্ট

* রেফারেন্স

* ইংরেজি ভাষার দক্ষতার প্রমাণপত্র (যদি প্রযোজ্য হয়)।

 

২. থিঙ্ক বিগ আন্ডারগ্র্যাজুয়েট স্কলারশিপ

ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের একটি বৃত্তি থিঙ্ক বিগ আন্ডারগ্র্যাজুয়েট স্কলারশিপ। এ বৃত্তির লক্ষ্য হলো সেরা আন্তর্জাতিক শিক্ষার্থীদের সুযোগ দেওয়া, যাঁরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে আগ্রহী।

আবেদনের যোগ্যতা
* বিদেশি ছাত্র হতে হবে।

* ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ে পূর্ণ সময়ের জন্য স্নাতক প্রোগ্রামের আবেদনকারী শিক্ষার্থী হতে হবে।

* একাডেমিক শ্রেষ্ঠত্ব প্রদর্শন করতে হবে।

* নির্বাচিত প্রোগ্রামের জন্য প্রয়োজনীয় শর্ত পূরণের পাশাপাশি ইংরেজি ভাষার দক্ষতা থাকতে হবে।

বৃত্তির অর্থ
* প্রতিবছর ৫ হাজার বা ১০ হাজার পাউন্ড মূল্যের বৃত্তি।

যে যে নথি প্রয়োজন
* একাডেমিক ট্রান্সক্রিপ্ট

* পারসোনাল স্টেটমেন্ট

* রেফারেন্স

* ইংরেজি ভাষার দক্ষতার প্রমাণপত্র (যদি প্রযোজ্য হয়)।

৩. আন্ডারগ্র্যাজুয়েট গ্রেট স্টার্ট স্কলারশিপ
ওয়েস্টমিনস্টার ইউনিভার্সিটি দেয় আন্ডারগ্র্যাজুয়েট গ্রেট স্টার্ট স্কলারশিপ। এ বৃত্তিতে নিম্ন-আয়ের পরিবারের ছাত্রদের জন্য যাঁরা স্নাতক ডিগ্রি অর্জন করতে চান। এ বৃত্তি তিন বছর পর্যন্ত দেওয়া হয়।

আবেদনের যোগ্যতা
* ওয়েস্টমিনস্টার বিশ্ববিদ্যালয়ে পূর্ণ সময়ের একটি স্নাতক কোর্সের জন্য একটি অফার থাকতে হবে।

* পরিবারের আয় ২৫ হাজার পাউন্ড থাকতে হবে।

বৃত্তির অর্থ
* প্রতিবছর ২৪০০ পাউন্ড মূল্যের বৃত্তি

যে যে নথি প্রয়োজন
* একাডেমিক ট্রান্সক্রিপ্ট

* পারসোনাল স্টেটমেন্ট

* রেফারেন্স (একাধিক)

* পারিবারিক আয়ের সনদ।

৪. ইউসিএল গ্লোবাল আন্ডারগ্র্যাজুয়েট স্কলারশিপ
ইউসিএল গ্লোবাল আন্ডারগ্র্যাজুয়েট স্কলারশিপ দেয় ইউনিভার্সিটি কলেজ লন্ডন (ইউসিএল)। পূর্ণ সময়ের স্নাতক অধ্যয়নের জন্য স্বল্প আয়ের পরিবারের বিদেশি শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্যই এ বৃত্তি।

আবেদনের যোগ্যতা
* বিদেশি ছাত্র হিসেবে ফ্রি পড়াশোনার জন্য তালিকাভুক্ত হতে হবে।

* নিম্ন আয়ের পরিবারের সদস্য।

* ইউসিএলে পূর্ণ সময়ের স্নাতক ডিগ্রির জন্য আবেদনকারী।

* আর্থিক প্রয়োজনীয়তা প্রদর্শন করতে হবে।

* নির্বাচিত প্রোগ্রামের জন্য একাডেমিক প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।

বৃত্তির অর্থ
* সম্পূর্ণ টিউশন ফি মিলবে

* বার্ষিক জীবনধারণের ব্যয়

* আংশিক ভ্রমণ খরচও মিলবে

যে যে নথি প্রয়োজন
* আর্থিক অবস্থার বিবরণী (যেমন পরিবারের আয়)

* একাডেমিক ট্রান্সক্রিপ্ট

* পারসোনাল স্টেটমেন্ট

* রেফারেন্স (একাধিক)

* ইংরেজি ভাষার দক্ষতার প্রমাণ (যদি প্রযোজ্য হয়)

৫. আম্বার স্কলারশিপ
যুক্তরাজ্যের কয়েকটি কলেজ ও বিশ্ববিদ্যালয় আম্বার স্কলারশিপ দেয়। বৃত্তিটি এমন ছাত্রদের জন্য যাঁরা ব্যতিক্রমী একাডেমিক কৃতিত্বের অধিকারী। এই বৃত্তির লক্ষ্য শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে আর্থিক সহায়তা প্রদান করা।

আবেদনের যোগ্যতা
* স্বীকৃত কলেজ বা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী হতে হবে

* ন্যূনতম জিপিএ ৩ বা সমতুল্য থাকতে হবে।

* নিজে কমিউনিটির সঙ্গে সম্পৃক্ততা থাকতে হবে।

* একটি প্রবন্ধ জমা দিতে হবে।

বৃত্তির অর্থ
* ১৫ হাজার পাউন্ডের বৃত্তি
যে যে নথি প্রয়োজন

* একাডেমিক ট্রান্সক্রিপ্ট

* পারসোনাল স্টেটমেন্ট

* রিকমেন্ডেশন লেটার

* সম্প্রদায়ের সেবা বা সম্পৃক্ততার প্রমাণ

স্কলারশিপের জন্য আবেদন কীভাবে
যুক্তরাজ্যের এই পাঁচ বৃত্তিতে আবেদনের কিছু সাধারণ পদক্ষেপ আছে। এগুলো হলো
১. গবেষণা: এসব স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অধ্যয়নের ক্ষেত্র, যোগ্যতার মানদণ্ডসহ সব বিষয়ে খোঁজ নিতে হবে।

২. কাগজপত্র প্রস্তুত করুন: ট্রান্সক্রিপ্ট, প্রবন্ধ এবং রিকমেন্ডশনের চিঠির মতো প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে রাখুন।

৩. আবেদন করুন: কিছু কিছু ক্ষেত্রে এক আবেদনেই অনেক বৃত্তির আবেদন হয়ে যায়। আবার কিছু কিছু বৃত্তির জন্য আলাদা আবেদনের প্রয়োজন।

৪. সংগঠিত থাকুন: আবেদনপ্রক্রিয়া নিশ্চিত করতে পরিকল্পনা করুন এবং সময়সীমার ওপর নজর রেখে চলুন।

বৃত্তি আর্থিক বোঝা কমাতে পারে এবং নতুন সুযোগের দরজা খুলে দিতে পারে। এই পাঁচটি ইউকে স্কলারশিপের জন্য আবেদন করে আপনার নতুন নতুন শেখার পদ্ধতির প্রতি আরও বেশি মনোযোগ দিতে পারেন।