বেরোবিতে দুই বছর পর চালু হলো অফলাইন ক্লাস


MD ABUL KHAYER JAYED | Published: 2024-06-30 10:26:11 BdST | Updated: 2024-07-02 21:31:47 BdST

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রায় দুই বছর অনলাইনে থেকে অফলাইনে ক্লাস চলবে প্রতি বৃহস্পতিবার। প্রতি বৃহস্পতিবার সশরীরে ক্লাস-পরীক্ষা ও অন্যান্য শিক্ষা-কার্যক্রম চলমান থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গত ১৬ আগস্ট ২০২২ সালে থেকে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে কারণে প্রতি বৃহস্পতিবার ক্যাম্পাস বন্ধ রেখে অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রসাশন। প্রতি বৃহস্পতিবার স্বশরীরে ক্লাসসহ কেন্দ্রীয় লাইব্রেরী, শিক্ষার্থীদের যাতায়ত বাস বন্ধ হয়ে যায় এতে শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়ে।

আজ শনিবার (৩০ জুন ২০২৪) ৪৭তম (বিশেষ) একাডেমিক কাউন্সিলের সুপারিশক্রমে অনুষ্ঠিত ১০৫তম সিন্ডিকেট সভায় নতুন সময়সূচির বিষয়টি অনুমোদন দেওয়া হয়। নতুন কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবারের সাপ্তাহিক ছুটি বন্ধ থাকবে না। আগামী ১ জুলাই থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বেরোবির বৃহস্পতিবারের ছুটি বন্ধ থাকবে।

নতুন এই সময়সূচি মোতাবেক রবিবার হতে বৃহস্পতিবার পর্যন্ত নিয়মিত সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত অফিস ও ক্লাস-পরীক্ষা তথা একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চলবে। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।

সময়সূচি মোতাবেক রবিবার হতে বৃহস্পতিবার পর্যন্ত নিয়মিত সকাল ৯টা হতে ৫টা পর্যন্ত অফিস ও ক্লাস-পরীক্ষা তথা একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চলবে। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদের সভাপতিত্বে সভায় সিন্ডিকেটের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।