মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের সচিব ও উপাচার্যসহ ৯ জনকে লিগ্যাল নোটিশ


Abu Saleh Shoeb | Published: 2024-07-02 17:17:32 BdST | Updated: 2024-07-05 00:15:32 BdST

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মাদক বন্ধ ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ নয়জন কর্তা ব্যক্তিকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে জাস্টিস ওয়াচ ফাউন্ডেশন।

সোমবার (১ জুলাই) জাস্টিস ওয়াচ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মাহফুজুর রহমান তথ্যটি নিশ্চিত করেছেন।

ব্যারিস্টার মাহফুজুর বলেন, 'রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাদক সেবন ও সরবরাহ বন্ধের পাশাপাশি সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এই নোটিশ পাঠিয়েছি। সাত কর্মদিবসে নোটিশের উত্তর দেওয়ার কথা বলা হলেও এখনো কেউ কিছু জানান নি। তবে ইদের ছুটি থাকায় এই সংশ্লিষ্ট কর্তাদের আরো একমাস সময় দেয়া হয়েছে। এরমধ্যে কোন রেসপন্স না পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।'

নোটিশপ্রাপ্ত অন্যেরা হলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তরের মহাপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক, রাজশাহীর জেলা প্রশাসক, রাজশাহীর পুলিশ সুপার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, সহকারী প্রক্টর ড. পুরনজিত মহালদার ও শিক্ষক সমিতি সভাপতি অধ্যাপক হাবিবুর রহমান।

এ ব্যাপারে নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোবারক পারভেজ জানান, ক্যাম্পাসে মাদক নির্মূল অভিযান অব্যাহত রয়েছে। মাদক সংশ্লিষ্টদের গ্রেফতারে তৎপরতা চলছে।

এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, 'ক্যাম্পাসে মাদক নির্মূলে তৎপরতা অব্যাহত রয়েছে। প্রক্টরিয়াল টিম বিভিন্ন সময় অভিযান চালাচ্ছে। পুলিশকেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে।'

এর আগে, গত ২০ জুন ক্যাম্পাসে হেরোইনসহ মা-ছেলে গ্রেফতার হয়। গত ৯ জুন মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ১২ জন আটক এবং গত ৭ জুন গাঁজা ও হেরোইনসহ সাকিব নামের এক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ।