কুবিতে অফিসার্স অ্যাসোসিয়েশনের টানা তৃতীয় দিনের মতো কর্মবিরতি


Al Shahriar | Published: 2024-07-03 19:04:44 BdST | Updated: 2024-07-06 11:06:15 BdST

সর্বজনীন পেনশন স্কীম বিধিমালা-২০২৩ এর প্রজ্ঞাপন হতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্তি প্রত্যাহার এবং ইউজিসি সুপারিশকৃত অভিন্ন নীতিমালায় ১২ দফা সংযোজনের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশন টানা তৃতীয় দিনের মতো অর্ধদিবস কর্মবিরতি পালন করেছে।

বুধবার (৩ জুলাই) সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিল্ডিংয়ে এই অবস্থান কর্মসূচি পালন করেন।

এসময় সংগঠনটির সভাপতি ডেপুটি রেজিস্ট্রার জাকির হোসেন বলেন, আমাদের কেন্দ্রীয় ফেডারেশন যেই কর্মসূচি ঘোষণা করেছে সেই অনুযায়ী আগামী বৃহস্পতিবার পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি চলবে। যদি আগামী দিনের মধ্যে আমাদের ১২ দফা দাবি না মানা হয়, তাহলে আমরা রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য পূর্ণ দিবস কর্মবিরতিতে যাব।

উল্লেখ্য, বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের নির্দেশে ১ জুলাই থেকে অর্ধদিবস কর্মবিরতি পালন করছে এবং দাবি মানা না হলে আগামী ৭ জুলাই থেকে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশন।