১২শ বন্যার্ত পরিবারে কুড়িগ্রাম ছাত্রলীগের খাবার বিতরণ


টাইমস অনলাইনঃ | Published: 2017-08-16 04:41:37 BdST | Updated: 2024-05-19 01:12:46 BdST

কুড়িগ্রামে জেলা ছাত্রলীগের উদ্যোগে মঙ্গলবার উপজেলার হলোখানা ইউনিয়নের বানভাসীদের মাঝে ১ হাজার ২শ’ পরিবারে খাবার বিতরণ করা হয়।

কেন্দ্রীয় ছাত্রলীগের আহ্বানে বন্যার্তদের মাঝে খাবার বিতরণ কার্যক্রম প্রতিদিন চলবে বলে ছাত্রলীগের নেতা-কর্মীরা জানান।

এসময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাঈদ হাসান লোবান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম শাকিব, সদর উপজেলা সভাপতি ফরহাদ, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কোয়েল, সদস্য কালাম, জুয়েল, শুভ প্রমুখ।

এদিকে ভয়াবহ বন্যায় কুড়িগ্রামের মানুষের চরম দুর্ভোগ দেখা দিয়েছে। নিজেদের আশ্রয় নেই, খাবার নেই, খোলা আকাশের নিচে তারা বসবাস করছেন।

কুড়িগ্রাম-নাগেশ্বরী সড়কের দু-পাশের, কুড়িগ্রাম-শুলকুর বাজার রোর্ড এবং পাঁচগাছি ওয়াবদা বাঁধের আশ্রিতদের সবার সঙ্গে রয়েছে একাধিক গরু ও ছাগল।

ঈদ ঘনিয়ে আসলে বন্যার্ত মানুষের সে আনন্দ বা স্বপ্ন এখন ফ্যাকাসে। তাদের এখন শুধুই অনিশ্চয়তা আর দুশ্চিন্তায় কাটছে দিন। ছেলে-মেয়ে আর পরিবার নিয়ে কাটছে অসহায় জীবন।

 

এমএসেল