বেরোবিতে ফিলিস্তিনের পক্ষে ছাত্রলীগের পতাকা উত্তোলন


Md Abul Khayer Jayed | Published: 2024-05-06 18:48:07 BdST | Updated: 2024-05-19 10:56:03 BdST

ইসরাইলের চলমান সন্ত্রাসী আগ্রাসনের প্রতিবাদে আমেরিকান বিশ্ববিদ্যালয়গুলোর সাথে সংহতি ও স্বাধীন ফিলিস্তিনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্রলীগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ।সমাবেশে ফিলিস্তিনের শিশুসহ নারী-পুরুষদের ওপর ইসরায়েলের হত্যাযজ্ঞ, নির্যাতন, বোমা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।

সোমবার (৬ মে ) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের সামনে থেকে পদযাত্রাটি শুরু হয়ে পরবর্তীতে প্রশাসন ভবন সামনে দিয়ে, দেবদারু রোড, বিজয় সড়ক এবং জিরো পয়েন্টসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার মিডিয়া চত্বরে এসে শেষ হয়। পরে বাংলাদেশের পতাকার সাথে স্বাধীন ফিলিস্তিনের পতাকা উত্তোলন করেন বেরোবি শাখা ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ূয়া এবং সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শামীম । এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

পদযাত্রা পরবর্তী বক্তব্যে বেরোবি শাখা ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ূয়া বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সারাদেশে একযোগে পতাকা উত্তোলনের মাধ্যমে ফিলিস্তিনি রাষ্ট্রের মানুষের শান্তি কামনা করি। ফিলিস্তিনের মানুষের ওপর যে নির্মম অত্যাচার হচ্ছে, তা বন্ধ চাই। আমাদের এই কর্মসূচি নিছক কোনো কর্মসূচি নয়। আমরা সারা বিশ্বে যেন শান্তির বার্তা পৌঁছে দিতে পারি।

মাহফুজুর রহমান শামীম বলেন, আমাদের এই কর্মসূচির মাধ্যমে আমরা জানাতে চাই, বিশ্বের সকল মানবতার জয় হোক, ফিলিস্তিনি মানুষের জয় হোক এবং সারবিশ্বে যুদ্ধ বিদ্রোহ বন্ধ হয়। সারা বিশ্বের শান্তির পরিবেশ তৈরি হোক এটাই আমাদের চাওয়া।

আমেরিকায় আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি বাংলাদেশ ছাত্রলীগের সকল নেতাকর্মীদের সংহতি প্রকাশের আহবান জানাই। গনহত্যার বিরুদ্ধে এই আন্দোলন সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ুক। ফিলিস্তিনের মানুষ মুক্তি পাক।