ইবিতে ১১ তম মেধা তালিকা প্রকাশ, ভর্তি ১২ ফেব্রুয়ারি


Nazim Hossain | Published: 2023-02-11 11:31:45 BdST | Updated: 2024-03-29 15:29:06 BdST

ইসলামী বিশ্ববিদ্যলয়ের (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিচ্ছুদের ১১ তম মেধাতালিকা প্রকাশিত হয়েছে। এ তালিকায় নতুন বিষয়প্রাপ্তদের ১২ ফেব্রুয়ারি অফিস চলাকালীন সময়ে ভর্তি সম্পন্ন করতে হবে। এ ছাড়া কেউ মাইগ্রেশন বন্ধ করতে চাইলে ওইদিন রাত ১২ টার মধ্যে বিশ্ববিদ্যলয়ের ওয়েবসাইটে লগইন করে বন্ধ করতে হবে।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যলয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান জানান, ১১ তম মেধাতালিকায় এ ইউনিটে ৮ হাজার ৪০৯, বি ইউনিটে ৩ হাজার ৩৪ ও সি ২ হাজার ১০৯ মেধাক্রম পর্যন্ত ভর্তিচ্ছুরা বিষয়প্রাপ্ত হয়েছেন।

এদিকে দশম মেধা তালিকা পর্যন্ত চূড়ান্ত ভর্তি শেষে ২০২০টি আসনের মধ্যে ৪৮১ আসন খালি ছিল। এ সব আসন পূরণের লক্ষ্যে গত ৬ ফেব্রুয়ারি তিন ইউনিটে যথাক্রমে ৯ হাজার ১৭৫, ৩ হাজার ৫০০ ও ২ হাজার মেধাক্রম পর্যন্ত শিক্ষার্থীরা ডাক পেয়েছিলেন।

//