রাবি ভর্তি পরীক্ষা: পাশ নম্বর ৪০-এর বেশি পেয়েও ফেল পৌনে তিন হাজার শিক্ষার্থী!


রাবি প্রতিনিধি | Published: 2025-05-03 19:17:46 BdST | Updated: 2025-05-26 02:21:00 BdST

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় পাস নম্বর ৪০ হলেও বিজ্ঞান অনুষদের ‘সি’ ইউনিটে প্রায় তিন হাজার শিক্ষার্থী এই নম্বরের বেশি পেয়েও উত্তীর্ণ হতে পারেননি। এমনকি কেউ কেউ ৬১.৫০ নম্বর পেয়েও ফেল করেছেন। ফল প্রকাশের পর বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে।

রাবির আইসিটি সেন্টার জানায়, ২০২৪–২৫ শিক্ষাবর্ষে সি ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে আজ শনিবার সকালে। এতে দেখা গেছে, অনেক শিক্ষার্থী ৪০-এর বেশি নম্বর পেলেও শর্ত পূরণ না করায় ফেল করেছেন।

বিজ্ঞাপন

সি ইউনিটের পরীক্ষা সমন্বয়কারী অধ্যাপক মো. গোলাম মর্তুজা প্রথম আলোকে বলেন, ‘শুধু মোট ৪০ নম্বর পেলেই হবে না। তিনটি শর্ত একসঙ্গে পূরণ করতে হবে। আবশ্যিক বিষয়ে অন্তত ২৫, ঐচ্ছিক বিষয়ে অন্তত ১০ এবং মোট নম্বর ৪০—এই তিনটি শর্ত পূরণ করলেই কেবল পাস বলে বিবেচিত হবে। এর যেকোনো একটি না পূরণ করলেই পরীক্ষার্থী ফেল করবে।’

তিনি আরও জানান, এসব শর্ত পরীক্ষার আগেই নোটিশে জানানো হয়েছিল। এমনকি আবেদন করার সময়ও তা উল্লেখ ছিল।

রাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ১৯ এপ্রিল। ফল প্রকাশিত হয় আজ শনিবার সকাল সাড়ে ১১টায়।

পরীক্ষা তিনটি গ্রুপে ভাগ করে নেওয়া হয়। গ্রুপ-১ (বিজ্ঞান) বিভাগে আবেদন করেছিলেন ৪৮ হাজার ১১০ জন। তাঁদের মধ্যে অংশ নেন ৩৯ হাজার ৭৬৩ জন। উত্তীর্ণ হন ১৭ হাজার ৫০১ জন। পাসের হার ৪৪.০১ শতাংশ। সর্বোচ্চ নম্বর ৮৯।

বিজ্ঞাপন

গ্রুপ-২ (বিজ্ঞান) বিভাগে আবেদন করেন ৪৮ হাজার ১০৮ জন, অংশ নেন ৪০ হাজার ৮৮ জন। এর মধ্যে উত্তীর্ণ হন ১৩ হাজার ৯৩ জন। পাসের হার ৩২.৬৬ শতাংশ। সর্বোচ্চ নম্বর ৮৪.৫০।

গ্রুপ-৩ (অ-বিজ্ঞান) বিভাগে অংশ নেন ২ হাজার ১১৯ জন পরীক্ষার্থী। তাঁদের মধ্যে উত্তীর্ণ হন ১ হাজার ৭৩৭ জন। পাসের হার ৮১.৯৭ শতাংশ। সর্বোচ্চ নম্বর ৮০।