তাপদাহের মধ্যে অনুষ্ঠিত হলো গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা


Aslam Begg | Published: 2024-04-27 22:56:08 BdST | Updated: 2024-05-10 04:50:44 BdST

সারা দেশে তীব্র দাবদাহ বয়ে যাচ্ছে। তাপদাহ বিবেচনা করে আবহাওয়া অধিদপ্তর থেকে ঘোষণা করা হচ্ছে হিট এলার্ট। অতিরিক্ত গরমে হিট স্ট্রোকসহ যেকোনো দুর্ঘটনা এড়াতে সরকার থেকে দেওয়া হচ্ছে নানা রকম দিক নির্দেশনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্থগিত করা হয়েছে সশরীরে ক্লাস ও টার্ম ফাইনাল পরীক্ষা।

এর মধ্যেই অনুষ্ঠিত হয়ে গেল ২৪ টি সাধারণ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছভূক্ত ভর্তি পরীক্ষা। দেশ ব্যাপী মোট ২২ টি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো এ ভর্তি পরীক্ষা।

এর মধ্যে অন্যতম জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কেন্দ্র। এই কেন্দ্রে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন অঞ্চল থেকে ৯ হাজার ১৯১ জন পরীক্ষার্থী পরীক্ষা দেন।

তীব্র তাপদাহ উপেক্ষা করে দূর-দূরান্ত থেকে নজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে আসা শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সৃষ্টি হয় হাসফাস অবস্থা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনের বারান্দা ও গাছের নিচে আশ্রয়ও নিতে দেখা যায় শিক্ষার্থী ও অভিভাবকদের।

ভর্তি পরীক্ষা দিতে আশা শিক্ষার্থী রাজু আহমেদ বলেন, নেত্রকোনা থেকে এসেছি। বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দীর্ঘদিনের। হিট ওয়েভ উপেক্ষা করে পরীক্ষা দিতে এসেছি। আমার সাথে আমার বাবাও এসেছেন। তিনি অনেকটা অসুস্থমত হয়ে পড়েছেন। তারপরও খুশি যে ভালো পরীক্ষা দিতে পেরেছি।

তীব্র তাপদাহের কথা উল্লেখ্য করে নজরুল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সহযোগী অধ্যাপক মাসুম হাওলাদার বলেন, পরীক্ষার তারিখ কয়েকমাস আগে নির্ধারিত। পরীক্ষার মধ্যে এমন আবহাওয়ার প্রভাব কল্পনাতীত ছিলো। তারপরও আমরা প্রশাসনের পক্ষ থেকে যতদূর সম্ভব কষ লাঘিব করতে বিভিন্ন পয়ন্টে ঠান্ডা পানি, ছাওনি ও মেডিকেল সুবিধা দেওয়ার চেষ্টা করেছি।