তৃতীয় দিনে রাবির ‘এইচ’ ও ‘জে’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত


রাশেদুল ইসলাম রাজন | Published: 2017-10-25 00:04:52 BdST | Updated: 2024-05-21 02:09:30 BdST

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার তৃতীয় দিনে এইচ ও জে ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে শুরু করে চার শিফটে পরীক্ষাগুলো শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।

পরীক্ষার সার্বিক বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. লুৎফর রহমান বলেন, ‘ভর্তি পরীক্ষায় একে অপরের দিকে দেখাদেখির দায়ে সকালে দুইজনের পরীক্ষা বাতিল করা হয়েছে। আর একজন অসুস্থ থাকায় মেডিক্যাল সিকবেডে নেওয়া হয়েছে। সার্বিকভাবে কোন প্রকার জাতিয়াতি ছাড়াই শান্তিপূর্ণভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে’।

সকাল সাড়ে ৮টায় এইচ ইউনিটের পরীক্ষা শুরু হয়ে পরপর তিন শিফটে অনুষ্ঠিত হয়। এইচ ইউনিটে (প্রকৌশল অনুষদ) ২৭২ আসনের বিপরীতে ৩৯৬২৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশগ্রহণ করে।

এছাড়া বিকেল সাড়ে ৩টায় জে ইউনিটের এক শিফটের মাধ্যমে তৃতীয় দিনের ভর্তি পরীক্ষা শেষ হয়। জে ইউনিটে (আইবিএ ইন্সটিটিউট) ১২০ আসনের বিপরীতে ২৩১৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

জেএস/ ২৪ অক্টোবর ২০১৭