জাবিতে কোটায় ভর্তির মেধা তালিকা প্রকাশ, ভর্তি শুরু ২৩ মে


Desk report | Published: 2024-05-16 09:46:00 BdST | Updated: 2024-12-14 04:18:17 BdST

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষে বিভিন্ন কোটায় আবেদন করা শিক্ষার্থীদের প্রথম মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। আগামী ২৩ মে থেকে শুরু হবে অনলাইনে ভর্তি কার্যক্রম।

বুধবার (১৫ মে) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোটায় ভর্তির সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীদের প্রথম ধাপে ২৩ থেকে ২৫ মে পর্যন্ত অনলাইনে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। শিক্ষার্থীদের সশরীরে উপস্থিত হয়ে ২৬ মে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টার মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শাখায় জমা দিতে হবে।

খেলোয়াড় কোটা ও উপাচার্য কোটা ছাড়া অন্য সব কোটার বিপরীতে শূন্য আসনের তালিকা প্রকাশ করা হবে ২৭ মে। প্রকাশিত তালিকা থেকে ২৮ মে অনলাইনে ভর্তি কার্যক্রম সম্পন্ন করে ২৯ মে সশরীরে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

এছাড়াও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট https://bachelor.ju-admission.org তে পাওয়া যাবে।