জাককানইবি’র ভর্তি পরীক্ষা শুরু ১৯ নভেম্বর


সরকার আব্দুল্লাহ তুহিন | Published: 2017-11-17 16:09:01 BdST | Updated: 2024-12-14 13:36:54 BdST

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে ৩৯ জন শিক্ষার্থী লড়বে। ভর্তি পরীক্ষা শুরু হবে ১৯ নভেম্বর রোববার। চলবে ২৩ নভেম্বর বৃহস্পতিবার পর্যন্ত।

বৃহঃস্পতিবার (১৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপাচার্যের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক(সম্মান) শ্রেণিতে বিশ্ববিদ্যালয়ে ৫টি ইউনিটের আওতায় ১৯টি বিভাগে ৯৮০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৩৮ হাজার ৫২১টি।

এ বছর বিশ্ববিদ্যালয়ের ‘এএল’ ইউনিটে ১১৫টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৪৪৯২ জন, ‘এপি’ ইউনিটে ১৬৫ আসনের বিপরীতে আবেদন করেছেন ১ হাজার ৫৩৩ জন, ‘বি’ ইউনিটে ১৩০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১০৮১৫ জন, ‘সি’ ইউনিটে ১৫০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৭১৩৪ জন এবং ‘ডি’ ইউনিটে ৪২০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১৪৫৪৭ জন শিক্ষার্থী। ১৯ নভেম্বর ‘এএল’ ইউনিট, ২০ নভেম্বর ‘এপি’ ইউনিট, ২১ নভেম্বর ‘বি’ ইউনিট, ২২ নভেম্বর ‘সি’ ইউনিট ও ২৩ নভেম্বর ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এসময় নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান বলেন, ভর্তি পরীক্ষায় সকল ধরণের জালিয়াতি প্রতিরোধে প্রশাসন অন্তত আন্তরিক। যেকোন ধরণের জালিয়াতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কঠোর পদক্ষেপ গ্রহণে প্রস্তুত।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, এবছর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। মোট চার শিফটে পরীক্ষা সম্পন্ন হবে। প্রথম শিফটে সকাল ৯টা থেকে ১০টা, দ্বিতীয় শিফটে ১১টা থেকে ১২টা, তৃতীয় শিফটে ১.৩০টা থেকে ২.৩০টা এবং সর্বশেষ শিফটে বিকেল ৩.৩০ থেকে ৪.৩০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। সকল শিফটের পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.jkkniu.edu.bd)এ পাওয়া যাবে।

এনএইচ/ ১৭ নভেম্বর ২০১৭