২৫ এপ্রিল পর্যন্ত ঘরে থাকতে পারলে করোনার বিরুদ্ধে জয় হবেই: স্বাস্থ্যমন্ত্রী


টাইমস ডেস্ক | Published: 2020-04-17 23:34:39 BdST | Updated: 2024-05-05 04:06:32 BdST

আগামী ২৫ এপ্রিল পর্যন্ত ঘরে থাকতে পারলে করোনার বিরুদ্ধে জয় হবেই বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।

এসময় মন্ত্রী বলেন, করোনার বিস্তার রোধে আমাদের আরো সচেতন হতে হবে। লকডাউন আরও কার্যকর করতে হবে। বিনা প্রয়োজনে ঘর থেকে বের হওয়া যাবে না। প্রয়োজনে বের হলে মাস্ক পরে বের হতে হবে। নির্দেশনা মেনে চলতে হবে। বেশি বেশি পরীক্ষা করতে হবে। অপরকে পরীক্ষা করানোর ক্ষেত্রে উৎসাহিত করতে হবে। হাট-বাজারে মানুষ ভিড় জমাচ্ছে। ত্রাণ নিতে গিয়েও ভিড় করছেন। এগুলো বন্ধ করতে হবে।

জাহিদ মালেক বলেন, দেশে এখন পিপিই’র (সুরক্ষা পোষাক) সংকট নেই। পর্যাপ্ত পিপিই উৎপাদন করা হচ্ছে এবং সেটি সারাদেশে দেয়াও হচ্ছে। পিপিই প্রস্তুত করতে আমাদের সময় লেগেছে। কারণ দেশে এটার কাঁচামাল পর্যাপ্ত ছিলো না। আমদানিও বন্ধ ছিলো। আমরা সেটা আনার চেষ্টা করেছি। প্রস্তুতকারক তৈরি করেছি। এখন আমরা প্রতিদিন এক লাখ পিপিই সারাদেশে দিতে পারছি। এ সক্ষমতা আমরা অর্জন করেছি।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৬৬ জন। মারা গেছেন আরও ১৫ জন।