ঢাবির দুই ইউনিটের ফলাফল সোমবার ১টায়


Dhak University | Published: 2023-06-05 03:34:15 BdST | Updated: 2024-09-09 05:52:04 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা ও বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল আগামীকাল সোমবার (৫ জুন) প্রকাশ করা হবে। বেলা ১টায় ফলাফল প্রকাশ করা হবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে। প্রকাশের পর ফলাফল ওয়েবসাইটে দেখা যাবে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আজ রোববার প্রকাশিত এক নোটিশে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। নোটিশে বলা হয়েছে, ‘আগামীকাল দুপুর ১.০০টায় বিজ্ঞান ও চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।

এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন শেষ হয় গত ২০ মার্চ। চারটি ইউনিটে পাঁচ হাজার ৯৬৫টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২ লাখ ৯৮ হাজার ৪৩০ জন। চারুকলা ইউনিটে ১৩০টি আসনের বিপরীতে আবেদন পড়েছিল ৭ হাজার ৯৬টি। আসনপ্রতি প্রায় ৫৪ জন প্রার্থী অংশ নেয়।

বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১২ মে বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত নেওয়া হয়। এক হাজার ৮৫১টি আসনের বিপরীতে আবেদন পড়েছিল এক লাখ ২৭ হাজার ৭৫টি। আসন প্রতি লড়াই হচ্ছে ৬৯ জনের।