অন্তর্বর্তীকালীন সরকারে যারা থাকছে


Dhaka | Published: 2024-08-08 20:06:27 BdST | Updated: 2024-09-07 16:48:24 BdST

প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে বাকী ১৬ সদস্যবিশিষ্ট যেই উপদেষ্টামণ্ডলী নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হচ্ছে —

১. সালেহ উদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর

২. ড. আসিফ নজরুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক

৩. আদিলুর রহমান খান—মানবাধিকার সংগঠন 'অধিকার' এর সম্পাদক

৪. এ এফ হাসান আরিফ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সাবেক অ্যাটর্নি জেনারেল।

৫. তৌহিদ হোসেন, সাবেক পররাষ্ট্র সচিব

৬. সৈয়দা রিজওয়ানা হাসান, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী ও সুপ্রিম কোর্টের আইনজীবী

৭. শারমিন মুর্শিদ, ব্রতীর প্রধান নির্বাহী কর্মকর্তা

৮. ফারুকী আজম

৯. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, সাবেক নির্বাচন কমিশনার

১০. সুপ্রদীপ চাকমা, সাবেক রাষ্ট্রদূত ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান

১১. ডা. বিধান রঞ্জন রায়, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক।

১২. আ ফ ম খালিদ হাসান, হেফাজতে ইসলাম বাংলাদেশ এর সাবেক নায়েবে আমীর

১৩. ফরিদা আখতার, মানবাধিকার কর্মী এবং গবেষক ( উল্লেখ্য ফরিদা আখতার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির ছাত্রী থাকার সময় অধ্যাপক ইউনূসকে সরাসরি শিক্ষক হিসাবে পেয়েছিলেন)

১৪. নূরজাহান বেগম

১৫. নাহিদ ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর সমন্বয়ক

১৬. আসিফ মাহমুদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর সমন্বয়ক