নতুন বাংলাদেশ গড়তে সুবিধা বঞ্চিত শিশু ও তরুণদের গুরুত্ব দিতে হবে


ঢাকা | Published: 2025-03-20 21:46:50 BdST | Updated: 2025-04-04 18:19:20 BdST

জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার বাস্তবায়ন ও নতুন বাংলাদেশ গড়তে সুবিধাবঞ্চিত শিশু ও তরুণদের অধিকার বিষয়ে সচেতন হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মাহাবুব আলম।

তিনি বলেন, ‘নতুন বাংলাদেশ গড়তে সুবিধা বঞ্চিত শিশু ও তরুণদের গুরুত্ব দিতে হবে। আমরা দেখেছি জুলাই আন্দোলনে এই সুবিধা বঞ্চিত শিশু ও তরুণরা অগ্রনী ভূমিকা পালন করেছে। রাজধানীর বিভিন্ন পয়েন্ট তারা আওয়ামী ফ্যাসিস্টদের বিরুদ্ধে প্রতিরোধ দূর্গ গড়ে তুলেছিল। তাদের রক্ত আর সাহসের উপর আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি '।

বিজ্ঞাপন

'তাদের প্রতি কোন জুলুম ও অন্যায় আমরা সহ্য করব না।এ নিয়ে কাজ করা শুধু এককভাবে সরকারের দায়িত্ব না। সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে, তাহলেই সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব।’

শিশুদের উদ্দেশ্যে তিনি বলেন, কোনো শিক্ষা প্রতিষ্ঠান তোমাদের থেকে টাকাপয়সা নিয়ে যদি ঠিকমতো শিক্ষা না দেয়, সুযোগ সুবিধা না দেয় তবে তার জন্য আমরা কাজ করতে বাধ্য। কারণ তোমাদের জন্যই আমাদের সংগঠন। তোমারা না থাকলে আমরা এইভাবে দাড়িয়ে কথা বলতে পারতাম না।

মাহবুব আরও বলেন, এর আগে তোমাদের সামনে এসে অনেকেই অনেক কথা বলে গিয়েছেন, অনেক প্রতিশ্রুতি দিয়ে গেছেন। কিন্তু সেগুলো কেউ বাস্তবায়ন করেনি। আমরা যেন সেই কাতারে না যাই, সেটাও নিশ্চিত করতে হবে তোমাদের। আজকে আমরা আসছি এজন্য তোমাদের এখানে যারা নিয়ে আসছে তাদেরকে জিজ্ঞাসা করবা যে, বড় ভাইয়েরা যেসব কথা বলে গিয়েছে তারা আমাদের জন্য কি করলো? যদি মনে করো তোমরা পারবা তবে একটি সুন্দর সমাজ, সুন্দর রাষ্ট্র উপহার দেওয়া সম্ভব।

সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আয়োজনে বৃহস্পতিবার রাজধানীর কড়াইল বস্তির সুবিধা বঞ্চিত শিশুদের সাথে এক ইফতার অনুষ্ঠান ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

এ সময়ে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের পক্ষে এলাকার সমস্যা তুলে ধরেন তাহমিদ ইসলাম, তিনি বলেন কড়াইল বস্তি ও আশেপাশের এলাকাগুলোর প্রধান সমস্যা মাদক, কিশোর গ্যাং, শিক্ষার্থীদের ঝড়ে পরা, ছিনতাই, চাঁদাবাজি।

তাহমিদ বলেন এগুলোর সাথে জড়িত এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এবং তারা তাদের স্বার্থে দারিদ্র্যের সুযোগ নিয়ে বিভিন্ন অসাধু চক্র গড়ে তুলেছে।

তাহমিদ এসময় বলেন এতদিন কেউ তাদের কথা শুনত না কিন্তু প্রয়োজনে ব্যবহার করত, এখন তারা আশাবাদী নতুন বাংলাদেশে সবাই সমান সুযোগ পাবে এবং কারো প্রতি কোন বৈষম্য হবে না।

এসময় আরো উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহবায়ক হাসান আলী, গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতৃবৃন্দ ও সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী কামরুল শাহাদাত, শিহাব সহ আরো অনেকেই।