ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে মুসলিম বিশ্বকে আহ্বান


নিজস্ব প্রতিবেদক, ঢাকা | Published: 2025-04-12 19:18:33 BdST | Updated: 2025-04-18 05:48:06 BdST

ইসরায়েলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতে মুসলিম বিশ্বের নেতাদের প্রতি আহ্বান জানানো হয়েছে মার্চ ফর গাজা কর্মসূচির ঘোষণাপত্রে। শনিবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত গণজমায়েতে ঘোষণাপত্র পাঠ করেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।

কর্মসূচিতে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিও জানানো হয়।

বিজ্ঞাপন

বিকাল ৩টায় কর্মসূচি শুরু হলেও সকাল থেকেই জমায়েত দেখা যায় সোহরাওয়ার্দীতে। ঢল নামে লাখো মানুষের।

প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ নামের একটি ফেসবুক পেইজের মাধ্যমে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, হেফাজতে ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিভিন্ন সংগঠন ও শ্রেণি-পেশার মানুষ এতে একাত্মতা প্রকাশ করেন।

সমাবেশে ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী বলেন, ‘জনতার মহাসমুদ্র ফিলিস্তিন ও আল-আকসার প্রতি দেশের মানুষের ভালোবাসার প্রকাশ। ভৌগোলিকভাবে দূরে থাকলেও এই বিপুল উপস্থিতি প্রমাণ করে প্রত্যেকের হৃদয়ে বাস করে একটি করে ফিলিস্তিন।’