দুই চাকায় কোটা সংস্কারের ব্যতিক্রম আন্দোলন


শফিকুল ইসলাম | Published: 2018-03-03 03:53:06 BdST | Updated: 2024-05-05 13:09:42 BdST

সারাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা শুরু থেকেই আন্দোলন করে যাচ্ছে। ব্যতিক্রম কর্মসূচির অংশ হিসেবে প্রথম বারের মতো আয়োজন করেছে 'দুই চাকায় কোটা সংস্কার আন্দোলন'। ফ্রিডম রাইডার্স অব ময়মনসিংহের সাইক্লিস্টদের সহযোগীতায় শুক্রবার (২ মার্চ) সকাল সাতটায় একটি গ্রুপ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে যাত্রা শুরু করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে যান। পরে তারা মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যাবেন। পর্যায়ক্রমে সব বিশ্ববিদ্যালয়ে ভ্রমন করবেন এই সাইক্লিস্টরা।

দেশব্যাপী এ সাইকেল র‌্যালিতে অংশগ্রহনকারী শিক্ষার্থীরা হলেন- মৎস্য বিভাগের সাব্বির,কৃষির মেহেদী ও রাকিব,পশুপালন অনুষদের সানাউল্লাহ, ভেটেরিনারীর সাকিব।

সাইকেলে সাইকেলে ঘুরে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ভ্রমণ করে কোটা ব্যবস্থার সংস্কারকে তুলে ধরাই প্রধান লক্ষ্যে তারা এ কর্মসূচি হাতে নিয়েছে। সকাল ৭টায় বিশ্ববিদ্যালয়ের হ্যালিপ্যাড থেকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে যাত্রার মধ্য দিয়ে কর্মসূচি শুরু করেন তারা।

দুই চাকায় কোটা সংস্কারের ব্যতিক্রম আন্দোলন

 

এ বিষয়ে বাকৃবি শিক্ষার্থী মো. আশরাফুল আলম বলেন, সারাদেশেই কোটা সংস্কার আন্দোলন চলছে। সবাই কেন্দ্রীয়ভাবে কর্মসূচি পালন করলেও আমরা একটু ব্যতিক্রমধর্মী আয়োজন করছি। এর আগে ২৪ তারিখ আমরা এককভাবে মানববন্ধন সফল করি।

২৫ ফেব্রুয়ারিতে আমরা পিলখানা হত্যাযজ্ঞে নিহতদের স্মরণে ও তাদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করি। এবার আমরা ব্যতিক্রমধর্মী দুই চাকায় কোটা সংস্কার আন্দোলন করব। এতে বিশ্ববিদ্যালয়ের যেকোনো শিক্ষার্থী এতে অংশগ্রহণ করতে পারবে।

এসএম/ ০২ মার্চ ২০১৮